ফাঁসি না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না গণজাগরণ মঞ্চ
লিখেছেন লিখেছেন যমুনার চরে ১১ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩৬:০২ রাত
কুখ্যাত রাজাকার জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কার্যকর করা হবে- এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাত সাড়ে ৯টায় প্রজন্ম চত্বর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া রায় কার্যকরের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নগরীর বিভিন্ন জায়গা থেকে মানুষ প্রজন্ম চত্বরে আসা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের মিছিল সহকারে আসতে দেখা গেছে সেখানে। তবে রাতে চেম্বার জজ আদালত রায় কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করার খবরে গণজাগরণ মঞ্চে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। এ সময় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, যতক্ষণ পর্যন্ত রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদী জনতা শাহবাগে অবস্থান করবে। রায় স্থগিতের খবর শুনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রতিবাদী শিক্ষার্থীরা লাঠিসোটা হাতে গণজাগরণ মঞ্চে হাজির হন। এ সময় তাদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিষয়: বিবিধ
৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন