রোবটিক প্রেম (Part-1)

লিখেছেন লিখেছেন ক্যাকটাস হিমু ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৮:০৪ রাত

রোবটিক প্রেম

শাহীন এসে বলল, দোস্ত চল- এভাবে দিন

চলে না। বেচেঁ থাকার একটা মাধ্যম হবেই।

দুখের পরে সুখের ছায়াঁ আসবে, এটাই

স্বাভাবিক।

শাহীনের কথা রাখতে পারলাম না। যতই

স্বান্তনা দিতে লাগলো আমার

কাছে পৃথিবীকে অন্ধকার মনে হতে থাকল।

পৃথিবীর সমস্ত কষ্ট আমার উপর

চাপ্তে লাগলো।

বুক ফাটা কান্নার উপসর্গ চোখের

কোণে টল-মল

করতে লাগলো। কেউ দেখলে উত্তর

দিতে পারব

না তাই নির্জনে, কখনো রাস্তায় রাস্তায়

হাঠঁতে থাকলাম। কাউকে চোখের জল

দেখতে দেই না। যুবকের কান্না নাকি বৃথা যা

না। এ শান্তনায় নিজেকে বৃথা বুঝানোর

চেষ্টা করি। কিন্তু কিছুতেই কিছু হয় না।

শাহীন আমার সাড়া না পেয়ে চলে গেল। আ

আমার কাছে পৃথিবীকে ধূসর লাগছে।

ফ্যাকাশে লাগছে সজীবতা,বিষন্ন

লাগছে পাখির কিচির মিচির,

বিদঘুটে লাগছে দু’পা ওয়ালা মনুষ্য জাতিক

মিথ্যে মিছে আশায়

মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ

জাগছে, যুবক-যুবতীরা হাত ধরা-ধরি, গলা-

গলি করছে । ঠোটে ঠোট

লাগিয়ে মিথ্যা কল্পনায় বাসর করে অযো

করে তুলছে বিধাতার সুনির্মল পৃথিবীকে।

আজ

মনে হচ্ছে আদম-হাওয়া বেহেস্ত

থেকে পৃথিবীতে আসছিলেন পৃথিবীতে পাপে

জন্ম দিতে। পৃথিবী সুদ্দ জাগতিক সকল

পাপের

জনক-জননীর দায়ভার

এড়াতে পারবে না তারা।

পাপের নৃশংস নৃত্য

দেখতে স্বয়ং বিধাতা পদ্মাসনে বসে বসে

সব কিছু উপভোগ করছেন। হয়তো সকল

ভালো কাজ

উনার সহ্য হয় না। তাই ঘৃন্য কিছু কাজের

নৃশংসতা দেখতে নিজেই নাট্যকার

হয়ে প্রযোজনা করছেন পৃথিবীর বিশাল না

“প্রেম ও ভালবাসা”

রাত ১টা বাজে। আম্মু ঘুমিয়ে আছে। আজ

খুব

খারাপ আচরণ করেছি উনার সাথে। একমা

সন্তানের এমন আচরণে হাউমাউ

করে কেদেঁ ফেলেছেন। মাফ চাইতে যাব

ভাবছিলাম কিন্তু যাইনি। অহমিকা আর

ক্ষোভে কিছু বলি নাই। পাপ যেহেতু করব

ভাবছি তাহলে বিশাল পাপের দায়ভার

নিতে আমি প্রস্তুত। আম্মু মাঝে মাঝে না

ঢাকে। আব্বু শুনেও কিছু বলে না, কারণ

এটা রেওয়াজে পরিণত হয়েগেছে। আজ

আব্বুও

বাসায় নাই। রাত যত গভীর হচ্ছে পৃথিবীর

মায়া হতে আমার বিচ্যুতি তত বেড়েই চলছে

নাহ.. মনকে কিছুতেই বুঝাতে পারলাম না।

ঘুমের মধ্যে আম্মুর পা’ ধরে মাফ

চেয়ে আসলাম।

আর বললাম তোমার স্বপ্ন আমি পূরণ

করেতে পারলাম না! এবার বিষের বোতলের

কাছে আলিঙ্গণ করতে যাচ্ছি।

continue....

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File