সামাজিক ভাইরাস.....এই কোন্ চেতনা....
লিখেছেন লিখেছেন চেতনাধারী ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৩৮:২২ সকাল
বেশ কিছুদিন আগে বাংলাভিশনে সারা জাকেরের (আলি জাকেরের বউ আর ইরেশ জাকেরর মা) একটা কাউন্সেলিং বেসড লাইভ অনুষ্ঠান "আমি এখন কি করব" বা অন্য কোন নামের অনুষ্ঠান দেখছিলাম। সেইদিন অনুষ্ঠানের বিষয় বস্তু ছিল-- শিশুর উপর যৌন নির্যাতন।
তো এক মহিলা প্রশ্ন করল, তার নিজের স্বামী সন্তান আছে, কিন্তু তিনি আরেক স্ত্রী -সন্তান ওয়ালা পুরুষের সাথে প্রেম করেন। তারা বিয়ে করতে চায়। কিন্তু সেই পুরুষের স্ত্রীর অনুমতি নায়, তাও তারা বিয়ে করতে চায়। এই ব্যাপারে তিনি মহামান্য সারা জাকের সহ অতিথিদের জিজ্ঞাসা করছিলেন,তিনি তার নয়া প্রেম সফল করতে কি করতে পারেন?? (যদিও অনুষ্ঠানের বিষয়বস্তুর ধারে কাছেও প্রশ্ন ছিল না)।
এইবার দেখুন, এইখানে দুইজনই বিবাহিত। কেউ ডিভোর্স না, দুই জনের সন্তান আছে, দুইজনেরই দাম্পত্য জীবনে কোন জামেলা নায়, তাও তারা পরকীয়ায় ব্যস্ত। ওই মহিলার স্বামীর কথা বাদ দিলাম,কিন্তু তারা বিয়ে করলে পরকিয়া কারী পুরুষটির বর্তমান স্ত্রি-সন্তান কী করবে চলবে। তাছাড়া স্ত্রীর যেহেতু কোন অনুমুতি ছিল না, তাই আইনগত দিক থেকেও সম্পূর্ণ অবৈধ। আর মানবিক দিক থেকে তো বটেই।
অথচ আমাদের সারা জাকের ওই মহিলা কে একটি বারের জন্য নিষেধ করলেন না,বরং ইনিয়ে বিনিয়ে ওই পরকিয়াকে সহি করার চেষ্টা করলেন। একটা বারের জন্য চিন্তা করলেন না, বিয়েটা হলে ওই দুই পরিবারের জীবনে কি কষ্ট নেমে আসবে। সারা জাকের মহিলাটিকে নিয়ে বুঝানোর চেষ্টা করেলেন না, এই পরকিয়া কত খারাপ।
এর পরের সপ্তাহে একই অনুষ্ঠানে অন্য বিষয়বস্তু থাকলেও আরেক মহিলা ফোন করল তার স্বামী খুব অত্যাচার করে, উত্তরে সারা জাকের সাথে সাথে ডিভোর্সের কথা বল্লেন,কিন্তু অনুষ্ঠানের অন্য অতিথি শেষ চেষ্টা হিসেবে আলোচনার কথা বললেন, সারা জাকের তাও ডিভোর্স নিয়ে বলছেন। সংসার ভাঙ্গায় যেন তাদের কাজ।
থু থু এই সকল নর্দমার কীটদের মুখে, সুশিলতার কথা বলে আমাদের সমাজে এরা কি ঢুকাচ্ছে!!!!
নিজের এবং নিজেদের সন্তানদের সঠিক পিতৃ পরিচয় আছে কিনা তাও সন্দেহজনক।
নিজেরা অন্য মহিলার সংসার ভাঙ্গার জন্য পরোক্ষ-প্রত্যক্ষ সহায়তা আর উস্কানি দিবে আবার সমাজ গোল্লায় যাচ্ছে বলে কান্না করবে।
বিষয়: বিবিধ
১৯৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন