হাসিনা বুবু দ্রুত ফোন দিক......।

লিখেছেন লিখেছেন মোমের মানুষ ২৬ অক্টোবর, ২০১৩, ০৯:১১:২৪ সকাল

গতকাল শুক্রবার বেগম খালেদা জিয়ার সমাবেশ শুরুর আগে তথ্য মন্ত্রী তথ্য দিলেন আজ শুক্রবারের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সংলাপে বসার ব্যপারে ফোনে কথা বলবেন। আমার মত যারা নাটকিয়তা পছন্দ করেন, তারা হয়ত ভেবেছেন সমাবেশের মহূর্তে হয়ত ফোন দেওয়া হবে। না এমন কিছুই হল না। সমাবেশ থেকে যথারিতি কর্মসূচি ঘোষনা করা হল। লাগাতার ৩ দিনের হরতাল সহ বেশ কিছু কর্মসূচি আছে..। তথ্যমন্ত্রীর তথ্য মোতাবেক গতকালই ফোন দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও ফোন দেননি সংলাপে বসার জন্য। আল্টিমেটামের সময় আজ শনিবারই শেষ। রাজনৈতিক সংকট রাজনৈতিক ভাবেই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ফোন দিক, আলোচনা শুরু হউক....মানুষ স্বস্তি পাক.......

বিষয়: রাজনীতি

১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File