শাহরিয়ারের মতো অজ্ঞ লোকেরা মেয়েদেরকে আইয়ামে জাহেলিয়াতের যুগের নারীর মতো দেখতে চায় বলেই পর্দার বিরুদ্ধে কথা বলে
লিখেছেন লিখেছেন খান ১৩ ২৬ আগস্ট, ২০১৩, ০৩:০৪:৫৪ রাত
এ কথা সবার জানা আছে যে- সম্মানিত দ্বীন ইসলাম আসার পুর্বে মেয়েদের জ্যান্ত কবর দেয়া হতো। ন্যূনতম সম্মান মেয়েদের ছিল না। মেয়েদের ইজ্জত ছিল অরক্ষিত। সম্মানিত দ্বীন ইসলাম আসার পর মেয়েদেরকে যে সম্মান, মর্যাদা, গুরুত্ব দেয়া হয়, তা কোনো সময়ে, কোনো ধর্মে প্রদান করা হয়নি। অথচ যে সম্মানিত ইসলাম মেয়েদেরকে এত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, পর্দা দিয়ে মেয়েদের মর্যাদাকে উন্নত করেছে; সেই সম্মানিত ইসলাম সম্পর্কে কিছু নাস্তিক, কাফিরদের অনুসারী এবং কাফিরদের দ্বারা বিভ্রান্ত মুসলমান কটাক্ষ করে যাচ্ছে। শাহরিয়ার তাদেরই একজন, যে পর্দা উনার বিরোধী বক্তব্য দিয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করার সাথে সাথে নারীদের প্রতি তার কু-ধারণা, কু-মানসিকতাও ব্যক্ত করেছে। কারণ মেয়েরা যদি পর্দা না করে বের হয়ে আইয়ামে জাহেলিয়াতের মতো চলে, তাহলে তারা তাদের নফছের চাহিদা পুরা করতে পারবে। অন্যথায় পূরণ করতে পারবে না।
বিষয়: বিবিধ
৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন