১০টি ঘরোয়া টিপস !

লিখেছেন লিখেছেন মুছলেহ উদ্দিন সাঈদী ২৩ আগস্ট, ২০১৩, ০৫:৩৯:৪৯ বিকাল



১. মাথাব্যথা হলে প্রচুর মাছ খান।

মাছের তেল

মাথাব্যথা প্রতিরোধে দারুণ

কার্যকর। খেতে পারেন আদা। প্রদাহ

এবং ব্যথা নিরাময়ে তা বিশেষভাবে ক

২. জ্বর হলে খেতে পারেন ইয়োগার্ট।

মধুও খেতে পারেন।

৩. স্ট্রোক প্রতিরোধ চা খান।

বিভিন্ন সমীক্ষায়

দেখা গেছে নিয়মিত

চা খেলে ধমনীর গাত্রে ফ্যাট

জমতে পারে না।

ফলে ঝুঁকি কমে আসে অনেকখানি।

৪. অনিদ্রার সমস্যায় মধু কার্যকর।

৫. হাঁপানিতে পেঁয়াজ খান।

শ্বাসনালীর সংকোচন

রোধে তা ইতিবাচক ভূমিকা রাখে।

৬. পেটের পীড়ায় খেতে পারেন কলা,

আদা। আদা মর্নিং সিকনেস

এবং বমি বমিভাব দূর করে।

৭. ঠান্ডা লাগলে রসুন খান।

৮. স্তন ক্যান্সার প্রতিরোধে গমজাত

খাদ্য, বাঁধাকপি কার্যকর।

৯. আলসারের সমস্যায়

বাঁধাকপি বিশেষভাবে উপযোগী।

এতে থাকা খাদ্যোপাদান গ্যাস্ট্রিক

এবং ডিওডেনাল আলসার হিল

করতে সাহায্য করে।

১০. নানাগুণের অধিকারী মধু।

অসাড়তা, গলাব্যথা, মানসিক চাপ,

রক্তস্বল্পতা, অস্টিওপোরেসিস,

মাইগ্রেনসহ নানা শারীরিক সমস্যায়

মধু বিশেষভাবে কার্যকর।

স্বাস্থ্য

সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখুন,

মো:মোছলেহ উদ্দিন (সাঈদী)

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File