মাজার, দরগাহ, খানকা, মোল্লা ও পীরদের যে দান বা হাদিয়া ও তোহফা দেয়া হয় সব পুরাপুরি অবৈধ হারামের টাকায়।

লিখেছেন লিখেছেন জিসান গাজি ২১ ডিসেম্বর, ২০১৫, ১১:১৭:৩৬ সকাল

মাজার, দরগাহ, খানকা, মোল্লা ও পীরদের যে দান বা হাদিয়া ও তোহফা দেয়া হয় সব পুরাপুরি অবৈধ হারামের টাকায়।

কারন-জুয়াড়ি,স্মাগলার,চোর,ঘুষখোর,ডাকাত, চান্দাবাজ এরা সবাই এদের হারাম টাকা হালাল করার জন্য না বুঝে এসব স্থানে দিয়ে থাকে।

তাদের অবশিষ্ট টাকা হালাল হয়েছে মনে করে থাকে।

এসব হারাম টাকা খেয়ে মোল্লা ও পীরদের গর্দান মোটা হতে থাকে।

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354813
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : হারামখুররা হারাম যায়গায় ধান করিয়াই আরাম পায়...তারপর সেই হারামখুরেরা আরাম করিয়া প্রাপ্য হারাম আরাম করিয়া খায়...এই সবকটাই হারামি... ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাই। পিলাচ পিলাচ পিলাচ
354898
২১ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪১
শেখের পোলা লিখেছেন : আর দাতারা বেহেশ্তের দোলনায় দোল খাওয়ার স্বপ্ন দেখে৷
354955
২২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এই কথাগুলো যদি মুরিদদের বোঝাতে পারেন সেটাই লাভ ব্লগে জাস্ট কিছু মন্তব্য কামাই ছাড়া লাভ নেই কিছুই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File