চরমোনাই পীরের ছেল রেদওয়ানের নগদ টাকায় ধর্ম ব্যাবসা !! পির মানেই শিরক ,ভন্ডামী ,আর নর্তকী। দুরে থাকুন।
লিখেছেন লিখেছেন জিসান গাজি ১৯ ডিসেম্বর, ২০১৫, ১০:৫৭:৩৮ রাত
>>>চরমোনাই পীরের ছেল রেদওয়ানের নগদ টাকায় ধর্ম ব্যাবসা !!
#খবরঃ ভুয়া এমএলএম (ডেষ্টেনির মত) কোম্পানী M,O এর চেয়ারম্যান
'চরমোনাই পীরের' ছেলে রেদওয়ান বিন ইসহাককে গ্রেফতার করেছে পল্টন
থানা পুলিশ ! ৬মাসে টাকা দ্বিগুণ হবে এমন প্রলোভনে মালিবাগের বাসিন্দা শারমিন
অক্তার নিজের জীবনের সমস্ত অর্জিত অর্থ ও জমি বিক্রি করা টাকা বিনিয়োগ করেছিলেন
ভূয়া এমএলএম কোম্পানি M,Oতে, শুধু শারমিন আক্তার নন, তার পরিবার ও আত্বীয়
স্বজনদের কাছ থেকে প্রায় ৫১লাখ টাকা নিয়ে বিনিয়োগ করেছিলে M,Oএর
চেয়ারম্যান চরমোনাই পীরের ছেলে রেদওয়ান বিন ইসহাকের কাছে, গণমাধ্যমে এমন
খবর প্রকাশ হবার পর থানায় ভিড় জমান প্রতারণার স্বীকার হওয়া ভুক্ত ভুগিরা।
তাদের দাবী ধর্মকে পুজিঁ করে এবং কুরআনের ভুল ব্যাখ্যা দিয়ে প্রতিমাসে নিদ্রিষ্ট
পরিমাণ লাভ্যাংশ ও ৬মাসের মন্যে দ্বিগুণ টাকা দেয়ার প্রলোভন দেখাতেন রেদওয়ান,এই
ফাদে পা'দিয়ে এখন সর্বশান্ত হাজার হাজার গ্রাহক ! অনেকেই সাংবাদিকদের কাছে কাঁদতে কাঁদতে কেউ
১০ লাখ, কেউ ৫লাখ টাকা দেবার আহাজারি করতে থাকে ! রেদওয়ানের বিরুদ্বে অর্থ অত্নসাত,
প্রতারণা সহ বিভিন্ন্য রকমের একাধিক মামলা রয়েছে......................!!! !!!!
এমন খবর দেখে প্রথমে চমকে উঠলাম! আর ভাবতে লাগলাম, জামায়াত, শিবিরের নেতাদের
বিরুদ্ধে শুধু গাড়ি ভাংচুর ও ছাত্রলীগের দু গ্রুপের মারামারির ঘটনা জামায়াত শিবিরের নিরিহ
নেতা কর্মিদের উপর চাপিয়ে দেয়া ছাড়া আর কোন মামলা নেই। অথচ, পীরে কামেল
উপমাহাদেশের কুখ্যাত আলেমে দ্বীন, গরিবের চোখে ধুলো মারার
ওস্তাদ, এরশাদের মত গৃহপালিত সরকারি চামচা, আধ্যাতিক গুণের অধিকারি, অসংখ্য কেরামতের দেখানে ওয়ালী ! ও বাংলাদেশের হকের ডিলারশীপের লাইসেন্স প্রদানকারী 'চরমোনাইয়ের' ছেলের কর্ম কান্ড এ র ক ম ! ছিঃ ছিঃ লজ্জা !
এরা আবার ফেসবুকে জামায়াত শিবিরের বিরুদ্বে কথা বলে ! কোন যোগ্যতায় ? মুজিবের দোহাই দিয়ে হাছিঃনা
প্রধাণমন্ত্রী, আর বাবা নামকরা 'পীর' এই দোহাই ও নিজে কুরআনের ভুল ব্যখ্যা দিয়ে এভাবে ধর্মের নামে ব্যাবসা করার
অধিকার চরমোনাইদের কে দিয়েছে ? আর এদের জন্য জামায়াতের যত বদনাম। আবার এরাই জামায়াতের
বিরুদ্বে ফতোয়া দেয়! এরপর থেকে যারা জামায়াতকে ধর্ম ব্যাবসায়ী বলবে সোজা এই ধোকাবাজির কথা বলে দিবেন।
এই সমস্ত ভন্ডপীরদের জন্য জামায়াতের মত দলের বদনাম হয়।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন