= জনগনের টাকায় নির্বাচনী প্রচারনা=
লিখেছেন লিখেছেন আপোষহীন জনতা ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৫৮:৪০ রাত
এদেশের কৃষক মজুর ও শর্মিক জনতার তিলে তিলে গড়া অর্থের কিছু অংশ ট্যাক্স বাবদ যায় সরকারি কোষাগারে।এই টাকাগুলো জনগনের আমানত।এগুলো প্রধান করা হয় শুধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় কল্যাণ সাধনের জন্য।এখান থেকে এক পয়সাও নড়াছড়ার এখতিয়ার কারো নেই।যারা নিজ স্বার্থসিদ্ধ্বীর জন্য এখান থেকে এক পয়সাও খরচ করবে বস্তুত সে যেন গরিব দুখী মেহনতী শ্রমিকের রক্ত আর ঘাম চুষার নামান্তর।আর এই হিসেবে সংশ্লিষ্ট ব্যাক্তিকে দানব আর জানোয়ারে সাথে তুলনা করলে ভুল হবেনা।আগামি সংসদ নির্বাচন নিয়ে সব বিরোধি দল হতাশা গ্রস্থ হলে আ'লীগ কিন্তু কাজের কাজ চালিয়ে যাচ্ছে।সরকারী টাকায় মাঠপর্যায়ে শুরু করেছে নির্বাচনী প্রচারনা।ইতোমধ্য সরকারী খরচে ভিবিন্ন সমাবেশে প্রধান মন্ত্রী ওপেনভাবে নির্বাচনি প্রচারনা শুরু করে দিয়েছে।ভিবিন্ন রাজনৈতিক দল থেকে জনগনের অর্থের নীজ স্বার্থে ব্যায় ও নির্বাচনি বিধি লংঘনের অভিযোগ আনা হলেও দুদক আর নিক এসব অভিযোগকে আমলে না নিয়ে গাজাখোরি যুক্তি দেখিয়ে এড়িয়ে চলছে।সরকার যদি এই ভুল পদক্ষেপ থেকে সরে না আসে তাহলে রাজনীতিতে এর বিরুপ প্রভাব পড়তে পারে।
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন