অতি সাধারণের লুকোচুরি
লিখেছেন লিখেছেন আহমাদ সাঈদ রোদ্দুর ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০১:১০ সকাল
লেখাপড়ার জন্য নাড়ির টান ছেড়ে বাড়ী থেকে অনেক দূরে আসতে হয়েছে। এমন একটা জায়গায় এসেছি,যেখানে আসাটা আমার সমাজ ভালো চোখে দেখে না। আমি 'অতি সাধারণদের' পর্যায়ে পড়ি। কিন্তু ঈদুল ফিতরের পর যখন বাড়ি ত্যাগ করছি,তখন আমার ভেতর একটা কেউকেটা ভাব চলে এসেছিল। কারণ আর কিছুই না। আমার 'অতি সাধারণত্ব'। বাড়ি থেকে আসার সময় আমার এক বড় ভাই,যিনি এ ব্লগেই লেখালেখি করেন তিনি আমাকে কিভাবে আত্মগোপনে থেকে নিজ আদর্শের ওপর অটল থাকব সে ব্যাপারে 'সাজেস্ট' করেছিলেন। আসলে ব্যাপারটা হল আমিই তার কাছ থেকে পরামর্শ চেয়েছিলাম। কারণ,আমি বিশ্বাস করি এই আদর্শই যথার্থ। আদর্শ ফেরির বর্তমান যুগে আমি খুঁজে পেয়েছিলাম এই একটা প্লাটফর্ম যেখানে এক(ইসলাম) ধর্মের প্রায় সব মতের মানুষ মিলিত হতে পারে। প্রথমেই উল্লেখ করেছি,আমি অতি সাধারণ ছেলে। আমি মুসলমানদের বিভক্তিকে অত্যন্ত ঘৃণা করি। আমি স্বপ্ন দেখি মুসলমানদের মধ্যে কোনও অনৈক্য থাকবে না। যাই হোক ভাগ্যচক্রে আজ আমাকে এমন এক জায়গায় আসতে হয়েছে,যেখানে সবাই কট্ররপন্থি। এমন কি তারা চলমান গণআন্দোলনের চরম বিরুদ্ধবাদী। এখানে এসে আমাকে তাই সর্বদা উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে। কখন জানি কোন হুমকির মধ্যে পড়তে হয়! যাহোক,এখানে এসে আমাকে এদের অন্তর্কোন্দলের শিকার হতে হচ্ছে। একটু আগেই আমাকে একজন বিপক্ষ গ্রুপের মিটিং এ গুপ্তচরগিরির জন্য দায়িত্ব দিয়ে গেল! হায়! যে আমি সবসময় নিরপেক্ষ,নির্ঝন্জাট আর মধ্যমপন্থি থাকার চেষ্টা করি,তাকেই কিনা এ দায়িত্ব দেয়া! জানি না,এ জীবনে আরো কত বিরক্তিকর বাস্তবতার সম্মুখিন হতে হবে! সবকিছু দেখেশুনে মনে প্রশ্ন জাগে আল্লাহ আমাকে কেন এত লুকোচুরির খেলায় জড়িয়ে দিলেন? তাঁর কাছে প্রার্থনা তিনি যেন আমাকে নিরাপদ রাখেন। পরিশিষ্ট হিসেবে বলতে চাই যারা লেখাটা পড়ছেন তারা আমার জন্য দোয়া করবেন আর যারা এ লেখা পড়ে আমাকে শত্রু ভাবা শুরু করেছেন তারা দয়া করে একটু বর্তমান বিশ্ব মুসলিমের অবস্থা বিবেচনায় এনে তারপর আমার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার কথা ভাববেন। 'প্রথম লেখা জনিত' ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন