লাইবেরিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২৫ হাজার পরীক্ষার্থীর সবাই ফেল!

লিখেছেন লিখেছেন সাদা ক্যানভাস ২৭ আগস্ট, ২০১৩, ০৩:১৭:২০ দুপুর

আফ্রিকার দেশ লাইবেরিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একজনও পাস করেনি। ইউনিভার্সিটি অব লাইবেরিয়ার এই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ২৫ হাজার শিক্ষার্থী।

প্রসঙ্গত, ৪২ লাখ জনসংখ্যার দেশটিতে দুটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

লাইবেরিয়ার শিক্ষামন্ত্রী এটমোনিয়া ডেভিড তারপে এ ঘটনাকে ‘ব্যাপক হত্যাযজ্ঞের মত’ মন্তব্য করে বলেছেন, তার কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তিনি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, প্রায় ২ হাজার টাকা ভর্তি ফির বিনিময়ে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

লাইবেরিয়ার নোবেলজয়ী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ স্বীকার করেছেন, তার দেশের শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খলায় নিপতিত এবং এর উন্নতির জন্য অনেক কিছু করতে হবে।

অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই জরুরি শিক্ষা উপকরণ নেই, ঘাটতি যোগ্য শিক্ষকের।

এক বর্বরোচিত গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এক দশক সেই গৃহযুদ্ধ শেষ হয়েছে।

ভর্তি পরীক্ষায় একজনও পাস না করায় আগামী মাসে নতুন কোনো ছাত্র ছাড়াই নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।

শিক্ষার্থীরা বলেছেন, এই ফলাফল অবিশ্বাস্য এবং এতে তাদের স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে।

শিক্ষামন্ত্রী তারপে বলেন, ‘আমি জানি স্কুলগুলোর অনেক দুর্বলতা আছে। কিন্তু একটি পরীক্ষায় একদল লোক অংশ নিল এবং সবাই ফেল করল- এতে আমার সন্দেহ আছে। আমি বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।’

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মমুদু গেতাওয়ে বলেন, বিশ্ববিদ্যালয় তার সিদ্ধান্তে অনড়। শুধু আবেগতাড়িত হলেই চলবে না। তিনি বলেন, ‘ইংরেজিতে, ভাষারীতিতে তারা কিচ্ছু জানে না।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হয়েছে দশ বছর। এখন আমাদের সেসব পেছনে ফেলে বাস্তববাদী হতে হবে।’

বিষয়: বিবিধ

১৪৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File