নরওয়ের প্রধানমন্ত্রী Jens Stoltenberg যখন টেক্সী ড্রাইভার

লিখেছেন লিখেছেন সাদা ক্যানভাস ১৩ আগস্ট, ২০১৩, ১১:৩০:২৯ রাত

এনটিভির মধ্যরাতের খবর দেখছিলাম। আন্তর্জাতিক অংশে চমকপ্রদ একটি নিউজ দেখে পুলোকিত হলাম। আমরা হয়রত ওমর রা. এর রাতের আধারে জনগনের খোজ নেয়ার কথা সবাই জানি। বাদশা হারুন-অর-রশিদও নাকি এমন করতেন। আবার সম্রাট আকবরের কথাও শোনা যায়। কিন্তু বর্তমানের কোন দেশের সরকার প্রধান যদি এমন কিছুর আশ্রয় নেয়, তাহলে সত্যিই অবাক হতে হয়।

তেমনি একটি ঘটনা হলো নরওয়ের প্রধানমন্ত্রী Jens Stoltenberg। তিনি শুক্রবারে সরকারী ছুটির দিনে একটি এ্যাড ফার্মের পরামর্শে বেরিয়ে পড়েন আসলোর রাজপথে টেক্সী নিয়ে ড্রাইভারের ছদ্মবেশে। আসন্ন সেপ্টেম্বরের নির্বাচনে লেবার পার্টির জনপ্রিয়তা যাচাইয়ের জন্যে।

আমাদের দেশের প্রধানমন্ত্রী বোরকা পড়ে যদি একবার ঢাকার রাজপথের লোকাল বাসে চেয়ে বসতেন তাহলে সরকার প্রধানের চিন্তার সাথে সাথে দেশের চেহারাও পরিবর্তন হয়ে যেত।কোন বিলবোর্ড লাগতো না, সরকারী টিভি-রেডিও গুলান নিরপেক্ষ ভুমিকা পালন করতে পারতো।

সাইয়েদ আবুল আ’লা ম্ওদুদী (রহ) ”ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি” বইয়ে বিজয়ের জন্যে মৈলিক মানবীয় গুননাবলী সমুহের গুরুত্ব উল্লেখ করেছেন। নাসারাদের ইসলামী নৈতিকতা নাই তবে মানবিক গুননাবলীতে অনেকের চেয়ে উপরে অবস্থান করছে বর্তমানে, তাই বিশ্বটাকে তারাই শাসন করছে।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=bBXV-LXzeig&t=2

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File