কথাবার্তা সাবধানে বলুন!
লিখেছেন লিখেছেন সবুজের তারুণ্য ২৪ আগস্ট, ২০১৩, ০২:৩৮:৩৭ দুপুর
হজরত বিলাল ইবনে হারিস মাজানি (রাযীঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এরশাদ করতে শুনেছি যে, তোমাদের মধ্য হতে কোন ব্যক্তি আল্লাহ তা'আলার সন্তুষ্টিজনক এমন কথা বলে ফেলে যাকে সে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু সেই কথার কারনে আল্লাহ তা'আলা কিয়ামত পর্যন্ত তার উপর রাজী থাকার ফয়সালা করেন। অন্যদিকে তোমাদের মধ্য হতে কোন ব্যক্তি আল্লাহ তা'আলার অসন্তুষ্টিজনক এমন কথা বলে ফেলে যাকে সে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করে না, কিন্তু সেই কথার কারনে আল্লাহ তা'আলা কিয়ামত পর্যন্ত তার প্রতি অসন্তুষ্টির ফয়সালা করেন। (তিরমিযি)
সুতরাং, প্রিয় পাঠক ভাইরা, আপনারা দেখবেন যে, যারা আবর্জনা-নাস্তিক, তারা আল্লাহকে নিয়ে এমন অনেক কথাই বলে, যাকে তারা কোন গুরুত্ব দেয় না। তাদের সাথে তাল মিলাতে যাবেন না, কারন এই নির্বোধ ধর্ম- মূর্খদের কোন ধারনাই নেই যে এরা কি করছে। যেদিন ধারনা হবে, সেদিন তাদের জন্য আফসোস ছাড়া কিছুই করার থাকবে না।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন