এখন-তখন
লিখেছেন লিখেছেন আবু বকর সিদ্দিক ২১ মার্চ, ২০১৪, ০১:০৩:০০ দুপুর
ছোট্ট ছিলাম ভালই ছিলাম
করত সবাই আদর,
বড় হয়ে এখন মাথায়
হাজার কাজের বহর।
মাঠে মাঠে ছুটাছুটি
ঘুড়ি উড়ানো আর খেলা,
বড় হয়ে এখন সময়
পাইনা সারা বেলা।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করত সবাই আদর,
বড় হয়ে এখন মাথায়
হাজার কাজের বহর।
যথার্থই বলেছেন।
শিশুকাল ছিলো ভালো...>>>
ভাবি শুধু একা বসে
বয়স কেন যে বাড়ে?
বড় হওয়ার মজা এখন
বুঝতেছি হাড়ে হাড়ে
মন্তব্য করতে লগইন করুন