ইসলাম মানেই নিরাপত্তা....

লিখেছেন লিখেছেন আবু বকর সিদ্দিক ২১ আগস্ট, ২০১৩, ০৮:৪৪:১৩ সকাল

বোরকার বিরোদ্ধে আজীবন লড়াই করা তসলিমা নাসরিন তার লেখা বই 'খ' এর তথ্য মতে জীবনে অন্তত দু'বার বোরকা পরেছেন প্রথমবার জামিনের জন্য কোটে উঠার সময়, দ্বিতীয়বার গোপনে দেশত্যগের জন্য এয়ারপোর্ট যাতায়াতের জন্য। ধর্মীয় রীতি-নীতির কারণে আইডিয়াল স্কুল ত্যগ করা ঐশী গতকাল কোর্টে উঠেছিল বোরকা পরে। যদি প্রশ্ন করি বোরকার বিরুধ্যে সংগ্রাম করা লোকেরা আবার বোরকা কেন পরলেন? নিশ্চই তারা বলবে, নিরাপত্তার জন্য। এইবার আসেন হাসি এই একই কারণে (নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য) যখন নারীকে বোরকা পরতে বলে ইসলাম, তখন তারা এটাকে বর্বর, মধ্যযুগীয়, হাস্যকরও আরবের পোষাক বলে তিরস্কার করে!

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File