বিয়ের পরে দেখা গেলো মেয়ে পুরাই অন্যরকম!

লিখেছেন লিখেছেন সাফওয়ান ১৯ মার্চ, ২০১৪, ০৭:৩৫:৩৯ সকাল

​- ভাই, বিয়ে করবেন শুনতেছি...

- হুমম।

- ভাই, আপনার ভয় লাগে না? আপনি যেমন চাইসেন, মেয়ে যদি তার পুরা উলটা হয়...

- ভয় দেখাইতে চাচ্ছ?

- না। বলতেসি আরকি। অনেক মানুষই নাকি যা দেখে বিয়ে করে, পরে নাকি দেখে অন্যরকম।

- আমি কি নিজের উপরে ভরসা করে স্ত্রী খুঁজবো?

- ভরসা আল্লাহর উপরে কে না করে?

- হয়ত সবাই করে। কিন্তু তোমার অন্তরের খবর তুমিই জানবা।

- ঠিকাছে ভাই, বুঝায় বলেন কেমনে আত্মবিশ্বাস পাইতেসেন।

- দেখো ভাই, সূরা ফুরকানে শেখা সেই দোয়াটা (রাব্বানা হাবলানা মিন আযওয়াযিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররাতা আ'ইয়ুনিন ওয়া জা'আলনা লিল মুত্তাকি'না ইমামা) আমি নিয়মিত পড়ি আর অন্তরেও অনুভব করি। অর্থাৎ,আমি একটা "কুররাতুল আ'ইন" আমার জীবনসঙ্গী চাই। এর মানে কিন্তু এমন না সুন্দরী, রূপসী, বংশীয়া, ডিগ্রিধারী... এর মানে এমন কিছু যে মানুষটার উপস্থিতি আমার চোখ শীতল করবে, অন্তরকে শান্তিতে ভরিয়ে দিবে। আর আমিও তার যোগ্য হতে নিজেকে "'মুত্তাকিনদের ইমামদের অন্তর্ভুক্ত" করে নিতে আল্লাহর কাছে দোয়া করছি একই দোয়ায়। ছোটখাটো কীসের মাঝে আল্লাহ শান্তি মিলিয়ে দিবেন, সেইসবের মালিক তো আমি না। অন্তরের মালিক তিনি। দুনিয়ার সকল সম্পদের মালিকও তিনি।

- ভাই, আপনার চেনাজানা তো কেউ নাই, এমন মেয়ে তাহলে কোথা থেকে পাবেন?

- আল্লাহর কাছে দোয়া করতেসি। দোয়া কেন বিফলে যাবে? এটা কোনদিন হতে পারে না। আমি কী করেছি, কী ভাবছি সবই আল্লাহ জানেন। আমার দায়িত্ব আমি তার হাতেই তুলে দিয়েছি, তিনিই আমার উত্তম অভিভাবক। আমি আমার কাজটুকু করবো। দেখার সময় দ্বীনদার মেয়ে খুঁজবো। ইনশা আল্লাহ এটা ব্যাপার হবে না। আল্লাহর উপরে ভরসা করে সামর্থ্য অনুযায়ী কাজ করলে কখনো কেউ বিফল হয় না।

- জাযাকাল্লাহ খাইর ভাই। অনেক কিছু শিখলাম। সাহস পেলাম।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194512
১৯ মার্চ ২০১৪ সকাল ০৭:৫৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : দ্বীনদারীর সাথে সুন্দরী হলে কম খারাপ না ! তবে খুজতে গিয়ে বেশী দেরী না করাই উত্তম । ধন্যবাদ ।
194518
১৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : চিন্তা করতেছি সামনে সাদী করুম কিন্তু ভালো নেককার মেয়ে কিভাবে খুজি একটু বলেনতো।
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৯
145030
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ছবির মেয়েটি বড় হলে ধার্মিক ও বেশ খুবসুরত হবে বলেই মনে হচ্ছে । আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করে দেখুন একদম পানির মত !
194546
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৫
egypt12 লিখেছেন : সাহস দিলেন ধন্যবাদ
194641
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের যা অবস্থা একই সাথে সকল গুনাবলির বেী খুজতে গিয়ে অনেক আবার বিয়েই করতে পারেনা। কিন্তু নিজের মধ্যে সকল গুনাবলি আছে কিনা কেউ ভেবে দেখেনা।
194739
১৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৬
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : সূরা ফুরকানের এই আয়াত টি অনেক উপকারী। আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুন।
১৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৯
145226
সাফওয়ান লিখেছেন : আমিন।
195466
২০ মার্চ ২০১৪ রাত ০৯:৫২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর! আসলেই আমাদের তো আল্লাহর ‍উপরই ভরসা করা উচিৎ, তিনিই তো আমাদের উত্তম অভিবাবক।
পরীক্ষার কারণে আপনাদের আমন্ত্রগুলো পড়তে পারি না, না জানি কে কি মনে করতেছে। অনেকগুলো জমা হয়ে আছে, পরীক্ষা শেষে সবগুলো পড়তে হবে....দোয়া করিয়েন
195489
২০ মার্চ ২০১৪ রাত ১০:১৩
বিন হারুন লিখেছেন : আমি যেন নতুন অতিথির চোখে ভাল থাকতে পারি সেই কামনাই রাখি.
195513
২০ মার্চ ২০১৪ রাত ১১:০০
নামহীন আমি অনামিকা লিখেছেন : ভালো লাগলো
195534
২১ মার্চ ২০১৪ রাত ১২:২২
মাটিরলাঠি লিখেছেন : - কিরে বিয়ে করেছিস?
* না। ভালো মেয়ে খুজছি।

- তা ভালো মেয়ে পেয়েছিস?
* হ্যাঁ পেয়েছি দুটো ভালো মেয়ে।

- তাহলে একটাকে বিয়ে করে ফেল।
* কিন্তু ...

- কিন্তু কি?
* ওরাও ভালো ছেলে খুঁজছে!!!

বিয়ের ক্ষেত্রে দুপক্ষকেই ছাড় দিবার মানসিকতা থাকতে হবে, আর পাত্র/পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ভিত্তি হতে হবে ঈমান, তাকওয়া, তাওয়াক্কুল ....

১০
195549
২১ মার্চ ২০১৪ রাত ১২:৪৯
নূর আল আমিন লিখেছেন : আল্লাহ সর্বোত্তম অভিভাবক
১১
195565
২১ মার্চ ২০১৪ রাত ০১:২৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : যে যেমন তার কপালে জুটবেও তেমন । খারাপ পুরুষের জন্য খারাপ মহিলা,ভালো পুরুষের জন্য ভালো মহিলা। তেমনই মহিলাদের বেলায়ও
১২
195611
২১ মার্চ ২০১৪ রাত ০৪:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : ছোট ভাইকে দেশে পাঠিয়েছি কিন্তু এখনো কোন ভালো পাত্রীর সন্ধান পাইনি।
১৩
195715
২১ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভাই আমার বিয়ে করতে মন চাই- কিন্তু আমার মা-বাবা বুঝতেছেনা!! কী করা যায় বলেনতো??
২৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৫
146823
সালাহ খান লিখেছেন : ভাইয়া , আমাকে বললেইতো হয়ে যেত । আমি খালামনিকে বুঝিয়ে বললে সাত দিনের মধ্যে কাজ হয়ে যাবে - ইন শা আল্লাহ
২৩ মার্চ ২০১৪ রাত ১০:৫৯
146865
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : হা-- আসলে রিয়ালি বললাম-
১৪
195737
২১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৪
ইবনে আহমাদ লিখেছেন : ভরসা করুন আল্লাহর ওপর। ইনশাআল্লাহ পেয়ে যাবেন।
১৫
196759
২৩ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
সালাহ খান লিখেছেন : ভিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা , আমি দেখে শুনে ধার্মিক একটা রুপবতী বিয়ে করব , কিভাবে সেটা উল্টো হবে - তবুও ভাল একটা বিষয় নিয়ে লিখার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File