আমার নারী, আমাদের নারী ও নারীমুক্তি

লিখেছেন লিখেছেন সাফওয়ান ০৭ মার্চ, ২০১৪, ১১:২৮:০২ সকাল

​বেগম রোকেয়া 'জাগো গো ভগিনি' বলে ডাক দিয়েছিলেন ঠিকই। সত্যিকার অর্থে আমাদের বোনেরা জাগেননি। আরো পিছিয়েছেন। অন্তরমহলে বন্দী ছিলেন, তারা এখন পুরুষের লোলুপতায় বন্দী হয়েছেন। ক্যামেরার সামনে নিজেদেরকে মেলে দেয়ার অদৃশ্য কারাগারে তারা বন্দী করেছে নিজেদেরকে। চেনা-অচেনা পুরুষের কাছে শরীর আর রূপের প্রশংসা শোনার জালে বন্দী করেছে নিজেদেরকে। কর্মজীবী হতে চেয়ে নিজেদেরকে দিনরাত পুরুষ করতে চেয়েছে নারী, অথচ পুরুষ কিন্তু নারীত্ব চায়নি।

নারীমুক্তি হতে পারতো বুদ্ধিবৃত্তিক উন্নতির মাধ্যমে। বেগম রোকেয়া এটাই আহবান করেছিলেন যেন মানসিক দাসত্ব থেকে মুক্ত হয় নারী। বাংলার নারীরা মানসিক মুক্তি পায়নি কয়েকশত বর্ষ পেরিয়ে গেলেও। থাক সে কথা...

অনলাইনে নারীদেরকে নিজেদের মুক্তি করতে বাংলাদেশের নারীদের জন্য সত্যিকারের ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম নেই বলেই মনে হয়ছে। বোনেরা যতই নারী নিয়ে লিখতে যান, তারা পুরুষবিদ্বেষী লেখা লিখে বসেন। ফলে যা হবার তাই হয়, পুরুষ আরো তাতিয়ে উঠে, কাজের কাজ হয় না। আমি মুখ্যু মানুষ, অনুরোধ রাখবো পুরুষবিদ্বেষ ফ্রেমে না আটকে থেকে আমাদের বোনেরা ও ভাইয়েরা নারী নিয়ে লিখতে গিয়ে আমাদেরকে চমকৃত করবেন এমন সব আয়োজনে যেখানে নারী ও পুরুষ যে একে অপরের পরিপূরক সেই শিক্ষাটা পাওয়া যায়।

আমার মনে হইসে, আমাদের অনেক বেশি অভাব আত্মিক উন্নয়নের, অনেক বেশি অভাব জ্ঞানের। তা পুরুষ হোক, অথবা নারীরই হোক। কেউ নিজেদেরকে নিয়ে তেমন ভাবতে চায় না, অপ্রাপ্তির হিসেব করলে কোনদিন প্রাপ্তি একটা বাড়ে না, কেবল দুঃখ বাড়ে। আর এইরকম অজস্র অনায্য অভ্যাসে ভরা সংসারে পরিবর্তনের জন্য লাগবে অন্তর থেকে পরিবর্তন, প্রথা আর চিন্তাধারার পরিবর্তন।

নারীর উন্নতির জন্য পুরুষের সাহায্য দরকার, পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। নারীর 'সমান অধিকার' নামক বিচিত্র শব্দ থেকে বেরিয়ে এসে 'প্রয়োজনীয় অধিকার' অর্জন করা উচিত। মা হতে পারেনা পুরুষ, কোমলতা আর ভালোবাসার দৃষ্টান্ত দেখাতে নাম আসে না পুরুষের; দিনে-রাতে, যেখানে-সেখানে যেন-তেনভাবে কাজ করার যোগ্যতা নেই নারীর, শারীরিক ও মানসিক প্রবল চাপে পিষ্ট হয়ে একলা চলতে পারে না নারী...

হয়না তবু জোর করে হওয়ানোর এই অদ্ভুত চেষ্টার বোকামি করতে না গিয়ে নিজ নিজ কর্তব্য, দায়িত্ব ও ভালোবাসা বুঝে পেতে যতটুকু শ্রম দেয়া দরকার -- সেই জ্ঞানটুকু অর্জনে চেষ্টা করা উচিত পুরুষ এবং নারী উভয়েরই...

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188333
০৭ মার্চ ২০১৪ সকাল ১১:৪৪
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো । ভাবি কবে আসবেন? Tongue Tongue Tongue I Don't Want To See I Don't Want To See
188386
০৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৩২
সজল আহমেদ লিখেছেন : আপনি বেগম রোকেয়ার পক্ষে নারীমুক্তি লেখালেখির সাফাই গেয়েছেন।
http://shajal.blog.com
এখানে গিয়ে শেষের লেখাটা দেখুন বেগম রোকেয়া বিষয়ক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File