জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না? তবে আপনার জন্যই লেখা
লিখেছেন লিখেছেন সাফওয়ান ০২ মার্চ, ২০১৪, ১০:২৭:৫৭ রাত
জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না? চারপাশে সব কেমন কেমন মানুষ? আপনার এই কষ্টপীড়িত, সমস্যাগ্রস্ত জীবনে কে সঙ্গী হবে তা ভাবছেন? বিয়ে করতে পারে বা বিয়েতে সাহায্য করতে পারে এমন কেউ আপনাকে চিনে না, কিংবা আপনিও চিনেন না?
জ্বি ভাই, এই প্রশ্নগুলো যদি আপনার মনে ভাসে, তবে তা নিয়ে আপনাকে কিছু বলবো...
বিশ্বাস রাখুন, আপনার মতই অবস্থা এই সমাজে, এই পৃথিবীতে প্রায় সকল মুসলিমের। কিন্তু আপনার জীবনটা অন্যরকম, একটু বেশিই সাদামাটা... কারণ আপনি আল্লাহর নির্দেশ মানতে চেষ্টা করছেন। সেই আল্লাহ, যিনি এই বিশ্বজগতের স্রষ্টা, যিনি সবকিছুর মালিক, যিনি আপনাকে এই পৃথিবীতে আপনার বাবা-মায়ের কাছে পাঠিয়েছিলেন, আপনাকে বড় করেছেন নানা খাদ্য-বস্ত্র-আদর-যত্ন দিয়ে...
আপনার অসহায়ত্বটুকু, অন্তরের ফরিয়াদটুকু আল্লাহর কাছেই বলুন। তিনি সবকিছু জানেন, আপনার কান্নাজড়া দোয়া তার কাছে খুবই প্রিয়। তিনি আপনাকে কী ভীষণ ভালোবাসায় জড়িয়ে রেখেছেন তা আপনার হাত দু'টোর দিকে তাকিয়ে, আপনার চিন্তা করার ক্ষমতাযুক্ত সত্ত্বার দিকে তাকিয়ে উপলব্ধি করুন। এরপর আশ্বস্ত হোন, যিনি আপনাকে এত ভালোবাসায় তৈরি করেছেন, তিনি আপনার জন্য একজন মানুষকে নির্ধারণ করে রেখেছেন।
আল্লাহ যখন চাইবেন, ঠিক তখনই তিনি আপনার সামনে এসে হাজির হবেন। যেই মানুষটিকে তিনি আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, তিনি আপনার সামনে ঠিক সঠিক সময়েই হাজির হবেন। আপনি সেই মানুষটার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাকে হেফাজত করেন, যেন আল্লাহর ভালোবাসার মানুষ তিনি হন, যেন আপনাকেও আল্লাহ ভালোবাসেন এবং আপনারা দু'জনেই আল্লাহকে ভালোবাসতে পারেন সবচেয়ে বেশি।
স্বপ্নের নায়িকা বা নায়ক সাজাতে গেলে কষ্ট পাবেন। আপনি আপনার জীবনকে আল্লাহর হাতে সোপর্দ করুন। আপনি দ্বীনের পথে চলুন, দোয়া করুন যেন তিনি আপনাকে তার প্রিয় বান্দা/বান্দীকে আপনার সামনে হাজির করেন। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি তার প্রিয়তমদের কারো সাথে আপনার জীবনকে জুড়িয়ে দেন যিনি দুনিয়া ও আখিরাতে আপনার সঙ্গী হবেন...
দোয়া করতে থাকুন যেন আল্লাহ আপনাকে সেই মানুষটিকেই হাজির করেন, যিনি আপনার জন্য হবেন কল্যাণময়, সেই মানুষটি আপনার সামনে আসা এবং জীবনের মূল্যবান অংশ হয়ে যাবার সময়টা যেন সহজ হয়। আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা, তিনিই অন্তরসমূহের মালিক। তার কাছেই দোয়া করুন। তাহাজ্জুদে উঠে দোয়া করুন, নফল নামাজ পড়ে দোয়া করুন। আল্লাহ সহজ করে দিবেন, আল্লাহ আপনার জীবনের জন্য সবচেয়ে সুন্দর মানুষটিকেই মিলিয়ে দিবেন ইনশা আল্লাহ...
[b]জানি ভাই-বোনেরা তাদের জুটি খুঁজে পেতে দুঃখভারাক্রান্ত ও চিন্তিত[/b
জানি আমার মুসলিম ভাইয়েরা, আমার বোনেরা তাদের জুটি খুঁজে পেতে দুঃখভারাক্রান্ত ও চিন্তিত। চারপাশে এত বেশি নোংরামি, মাস্তি, নগ্নতার মাঝে একটা সত্যিকারের অন্তরের সাথী হয়ত দুর্গের মতন কাজ করতে পারতো, কিন্তু আমি জানি আমার ভাই-বোনেরা আল্লাহর উপরেই ভরসা করেন। প্রতিটি জীবনই পরীক্ষার, কষ্ট থাকবেই। যারা মাস্তি করে বেড়ায়, তারাও দৌড়ের উপরে থাকে। কিন্তু যারা আল্লাহর জন্য কষ্ট করে, তাদের আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেবেন। এই খারাপ সমাজে ভালো চরিত্র একটি বড় উপহার আল্লাহর পক্ষ থেকে। আখিরাতে যেদিন সবাই কাঁদবে তাদের কৃতকর্মের জন্য, সেদিন এইসব আল্লাহর সন্তুষ্টির আশায় করা এসব স্যাক্রিফাইস মুসলিম বান্দাদের পাশে দাঁড়াবে।
আমরা আল্লাহর উপরেই ভরসা করি, তার জন্যই কষ্ট করি। নিশ্চয়ই আমাদের রিযিক যেমন আল্লাহ দান করেন, জীবনসঙ্গীকেও তেমনিভাবে সময়মতন হাজির করবেন। তাই সবর করুন। এবং সম্ভাব্য সৎ উপায়ে খোঁজ করুন, লাইফ পার্টনার খুঁজতে পাপের দিকে আগাবেন না। সৎ থাকলে আল্লাহ আপনাকে অকল্পনীয় উপায়ে পথ বাতলে দিবেন। এবং, যদি খুব বেশি ডেসপারেট হয়ে থাকেন, তাহলে দ্বীনের কাজে আত্মনিয়োগ করুন। যে আল্লাহকে ভয় করে এবং সে পথে ডেসপারেটলি কাজ করে, আল্লাহ তাকে নিজ অনুগ্রহ দান করেন এবং তার অভাব পূরণ করে দেন।
আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের জীবনে বারাকাহ দিন।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন