যদি পারতাম তো একটা বিপ্লব এনে দিতাম

লিখেছেন লিখেছেন সাফওয়ান ২৮ আগস্ট, ২০১৩, ০৫:১০:১১ বিকাল

যদি পারতাম, যদি পারতাম তো একটা বিপ্লব এনে দিতাম

মরচে ধরা বিবেকগুলোতে ঝাঁকুনি লাগিয়ে ভেঙ্গে ফেলতাম।

এরপর গড়তাম নতুন করে। নতুন কাব্য সৃষ্টি, নতুন উপমা

আমাদের কবিতায় হতো নতুন সভ্যতার সচিত্র বর্ণনা।

ওরা চেনে বিপাশা, প্রিয়াংকা, ক্যাটরিনা, শাহেদ কাপুর।

চেনেনা নজরুল, ড ইকবাল, ফররুখ, আল মাহমুদ।

যা তোমাদের চিত্ত জুড়ে থাকে, ওটাই তোমাদের গড়ে তোলে

ঐ স্বল্প পোশাকের চরিত্রহীন নারীরাই তোমাদের আদর্শ।

ভোরের সূর্যোদয়ের সময় হেঁটেছ পথে? দেখেছ ঊষালোকের স্নিগ্ধতা?

অথচ হয়ত রাতের বেলায় মোবাইল কানে ঠিকই নিয়েছ উষ্ণতা।

তুমি শরীর মনকে উষ্ণ করো, তুমি এই উত্তাপই সঙ্গী করে নিবে অনন্তে,

অথচ আজো সহায় সম্বলহীনেরা প্রশান্ত আত্মায় বেঁচে আছে জগতের নানা প্রান্তে।

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File