সেদিন বাসে জানালার পাশে বসে

লিখেছেন লিখেছেন সাফওয়ান ২৭ আগস্ট, ২০১৩, ০৯:৩৮:০৭ সকাল

(১)

বাসের জানালার পাশে বসা আমার বেশ পছন্দ। পাবলিক বাসে তিনজনের সিট না বরং দুইজনের সিটের সাইডে গিয়ে জানালার পাশে বসি ফাঁকা পেলে। যাত্রা লম্বা হলে গালে হাত দিয়ে আমার দার্শনিক জীবনের নিত্যনতুন তত্ব্বের জন্ম হয়, নতুন নতুন উপলব্ধি হয়।

স্মার্ট ফোন হাতে পাওয়ার পরে অনেক সময় টুইটার পড়ে, ফেসবুকের হোমে ঝটিকা ঘুরতে থাকি। আবার, ফেসবুকে/টুইটারে ছোট ছোট কয়েক লাইনের বাক্য দিয়ে 'দর্শন বচন' প্রসব করি।

ইদানিং বুঝি, বাসের জানালা হোক, জাহাজের ডেকে দাঁড়িয়ে হোক, পাহারের উপরে উঠেই হোক, বুকের খা খা অংশটাকে ভরতে হলে পার্থিব যন্ত্রপাতি, খাবার-দাবার, প্রিয়তম/প্রিয়তমা দিয়ে চলবে না -- লাগবে জীবনের প্রশ্নের উত্তরগুলা জানা এবং মৃত্যুর পরে যার কাছে ফেরত যাবো তার কথা স্মরণ করা। আর সবই কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার...

(২)

দিনভর কামলা খাটা, কাঁধে ভারি ব্যাগ নিয়ে কয়েক মাইল হাঁটা, উত্তপ্ত সূর্য, পিচঢালা উষ্ণ পথ, আর্দ্র বাতাস... ক্লান্ত শরীর আর তপ্ত প্রকৃতির মাঝেও অন্তরটা শীতল ছিল। স্নিগ্ধ মানুষদের সাহচর্য, ভালোবাসায় সিক্ত এই জীবনের কিছু মূহুর্ত...

আসলে জীবনটা খুব খারাপ নাহ। শুধু প্রাপ্তিগুলোকে আঁকড়ে ধরে, খারাপ স্মৃতিগুলো মুছে ফেলে এবং যদি তুলনা করার অভ্যাসটা দূর করা যায়, তাহলে জীবনটাকে অনেক সুন্দর লাগে। তখন প্রশান্ত আত্মা হবার পথে একটি ধাপ এগিয়ে যাওয়া যায়...

বিষয়: বিবিধ

১৫০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File