তবু এইসব ছেলেমেয়েগুলো প্রেম করবে!
লিখেছেন লিখেছেন সাফওয়ান ২৬ আগস্ট, ২০১৩, ০৫:২৫:০৭ বিকাল
(১)
তবু এইসব ছেলেমেয়েগুলো প্রেম করবে। বুকে এত ঘা খেয়ে, অপমানিত হয়ে, প্রবঞ্চিত হয়ে, ঘুমহীন রাতগুলো পার করে, মোবাইলের মেসেজ চেক করার এক মানসিক চাপ সহ্য করে, বন্ধুদের মাঝে হিংসা-বিদ্বেষ আর কুৎসা পেরিয়ে এসেও -- প্রেমই করতে হবে তাদের।
কিছুতেই তারা বুঝে না, বিবাহপূর্ব এইসব ছেলে-মেয়ে সম্পর্কগুলো আল্লাহ কেন নিষিদ্ধ করেছেন। পবিত্র সম্পর্কটাতে দু'জনের মাঝে কতটা স্নিগ্ধতা থাকে, অন্তরের জন্য তা আঘাত না বরং প্রশান্তি আনে, তা বোকারা কখনই হৃদয়াঙ্গম করতে চায় না।
হারাম সম্পর্ক স্পর্শ না করুক, মুসলিম ছেলেমেয়েদের তাড়াতাড়ি বিয়ে হোক সবার। সুন্দর সমাজ গড়ে উঠুক।
(২)
পাপাচারী মানুষের দৈনন্দিন জীবনের অর্ধেক সময়ও অবশিষ্ট থাকে না কাজে লাগানোর জন্য ...
পাপের প্ল্যানিং, এঞ্জয়িং, সেইসব ধামাচাপা দেওয়া, অনুতাপকে অন্যদিকে ডাইভার্ট করা, পাপ-উদ্ভুত সমস্যা সমাধানে নতুন অন্যায় করা... ইত্যাদি নানান কাজে তাদের জীবনের সময় চলে যায়।
এই সময়ের উপরে ভিত্তি করেই আখিরাতের জীবন। কিন্তু পাপাসক্তদের কে এইসব বুঝবে? মানসিকতাই তো তাদের থাকে বিপর্যস্ত, অস্থির মন, অশান্ত হৃদয়।
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন