ঐশি কে এখন যে কারা লুঠপুটে খাবে ? কে যানে ?
লিখেছেন লিখেছেন মুক্তিবাদি ১৯ আগস্ট, ২০১৩, ১১:২৬:৩১ রাত
বাংলাদেশ পুলিশ বাহিনেতে পরিমল জয়ধর আর পান্ন মাষ্টারদের অভাব নেই । এদের কাছে মাতা মেয়ে কোন ব্যবধান নেই । এবা এখন ঘটনা ঘুরাবে আর নিজেরা এই মেয়েঠিকে ভোগ করবে যে রজ্যপুরিতে শাকিলের মতো পুরুষ প্রধান ম্যাডামের একন্ত সচিব সেখানে ঐশির যে কি হবে তাহাদের রামই রমায়নই যানে ।
এবার অন্তত জামায়াত কে হারতে হবে নিশ্চই । কারন তাদের যে ব্যাক ডেটেড কালচার তাতে কোরে তারা আগামে দশ বছরেও একটি ঐশি জন্ম দিতে পারবে না । নিজামিকে অবশ্যই জেলে মাথা ঠুকে মরতে হবে । হায় আমাদের সংগঠন কি করছে । এখানে প্রথম আলো, জাফর ইকবাল , সলতানা , টসলিমাদের কাছে নিজামিদের হারতেই হচ্ছে ।
ঐশি একঠি বালিকা বাবা মা চেয়েছিলো মেয় নাচ শিখবে গান শিখবে । অবশ্য চায় নি যে প্রভা হোক ।
কিন্তু প্রথম আলো বন্ধু সভার এই ডাকসাইটে মেয়ে শাহবাগে গোটা ৪ রাত ছিলো । আপনারা জেনে অবাক হবেন যে তাকে যখন তার মা বাধা দিয়ে রাখতে পারছিলো না তখন তার মা তার বাবাকে ফো দেয় তখনই তার বাবা এসে তাকে তালা মেরে বন্ধি করে রাখে এবং তাকে বণ্ধি করে রাখতে তার বাবা নিজেই ইয়াবা এনে দেয় । যেন অন্তত মেয়ে ঘরে থাকে ।
বিষয়: Contest_mother
৫১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন