নতুন ধর্মের আবির্ভাব 'ধর্মবিদ্ধেষ'
লিখেছেন লিখেছেন sadhin ০৩ এপ্রিল, ২০১৫, ০৩:১৫:৫১ দুপুর
নতুন ধর্মের আবির্ভাব 'ধর্ম বিদ্ধেষ'।
বিঙ্গান মনস্ক, প্রগতি শীল এর পরিভাষা।
মূলত অবিশ্বাস থেকেই এই ধর্মের উৎপত্তি।
বিশেষ করে ইসলাম ধর্মে বিদ্ধেষ ছড়ানো এদের টার্গেট।
মিডিয়া এ বিদ্ধেষ কে মুক্তমনা আক্ষায়িত করে তাদের সাপোর্ট দিয়ে থাকে।
আমাদের মত ক্লাস নাইন অব্দি ধর্ম বই পড়া ধর্মঙ্গানী রা এ ধর্মের প্রাথমিক বৈধতা দিয়ে থাকে।।
তাদের সংখ্যা অনেক কম।ক্যাটাগরি তে কিছু বই লেখক,মিডিয়া কর্মী,ব্লগার,সামাজিক ও রাজনৈতিক নেতা রা বিশেষ করে জড়িত।
তারা সচেতন হিসেবে সমাজে বিস্তার লাভ করতে চায়।তাই ধর্ম সচেতনা কে ধর্মান্ধ আখ্যায়িত আর ধর্মান্ধ দের ধর্মগুরু পরিচয় করিয়ে দিয়ে ফায়েদা নিয়েছে।সুতরাং আজ তারা প্রকাশ্যে স্বঘোষিত ধর্মবিদ্ধেষি পরিচয় দিয়ে ধর্মের বিরুদ্ধে কার্যক্রমে লিপ্ত।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর্মবিদ্বেষীদের বা নাস্তিকদের চালিত করে শয়তানের নিয়ম ৷ তাই বলা যায় ধর্মবিদ্বেষীতা বা নাস্তিকতা একপ্রকার শয়তানী ৷
মন্তব্য করতে লগইন করুন