স্বপ্ন

লিখেছেন লিখেছেন কৃষ্ণাবাবু ৩০ জুলাই, ২০১৩, ০৬:৪৬:০৭ সকাল

স্বপ্ন্ দেখাই শূন্য হাতে,

দু:খ ভোলাই কান্না দিয়ে।

মনকে নাচাই কষ্ট দিয়ে,

ভুলকে সুধাই ভুলের মাঝে।

ধরা দিয়ে তুমি দাোনা ধরা,

মনের লাগাম ছন্নছাড়া,

উদাসী হাোয়ায় শূণ্যে ভেসে যাই।

আকাশের যত চন্দ্র তারা,

উল্যাসে হউ আত্মহারা,

ধূমকেতু আমি শূন্যেতে লুটাই।

গেয়ে যাব আজ বিজয়ের গান,

ধ্বনি ধ্বনি রবে সাত আসমান,

সুরে সুরে আমি বিশ্বকে কাদাই।

* আমি তোমাদের মাঝে মিশে যেতে চাই *

বিষয়: বিবিধ

১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File