আতংকে আছে গ্রামের মানুষ ও ...
লিখেছেন লিখেছেন দেখা হবে বিজয়ে ২৮ অক্টোবর, ২০১৩, ০৯:০৯:১৯ রাত
রাজনেতির দমন পিড়নে আমরাও পড়েছি কারন দেশের এরকম অবস্থায় সাধারণ মানুষ বাইরে বেরুতে ভয় পাচ্ছে ফলে স্থানিয় বাজার গুলোতে ও কাপড়ের দোকান গুলোতে সেরকম একটা লোকের ভিড় দেখতে পাওয়া যায়না তবে কিছুদিন ধরে টেলিভিশনের পর্দা কেউ ছাড়তে চাচ্ছেনা বললেন কাহারোল থানার জয়নন্দ বাজারে এক কাপড় ব্যাবসায়ী। বাজার ঘুরে, আরেক কাপড় ব্যাসায়ির মালিক মোঃ আঃ করিম এর কাছে জানতে চাওয়া হলে সেও বলে হরতালের কারনে মানুষ বাজার কম আসছে আবার যদিও আসছে প্রয়োজন মিটিয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছে, ফলে বেচা-কেনা নাই বললেই চলে। কিন্তু আমার একটা কথা আশা করছি হয়তো আগামীকাল দুই নেত্রির বৈঠকে এ রাজনৈতিক সংকটের একটা স্থায়ি সুরাহা বা সমাধা হবে কিন্তু গতকাল,আজ ও আগামীকাল যে গুলোর প্রান গেছে আর যে গুলো যাবে হয়তো কারো পিতা,সন্তান,ভাই বা ইত্যাদি সম্পর্ক সেই সব হতভাগাদের দায়িত্ব কে নিবে কে বা দিবে তাদের সান্তনা ? এটা প্রশ্ন দেশের প্রধান দুই নেত্রির কাছে।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন