যে ভাবে ~মা~কে হারালাম

লিখেছেন লিখেছেন হাছান আল বান্না ২৩ আগস্ট, ২০১৪, ০৯:০০:৪০ সকাল

আমার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার লক্ষীপুর গ্রামে।ছোট থেকে বড় হয়েছি গ্রামেই।২০০৪ আমি শনিআখরার নূরপুর এলাকায় একটি মেসে থাকতাম।আমার মায়ের কথায় মেঝ ভাই মহিউদ্দীন ইকরাম আমাকে মেসে নিয়ে আসে গ্রাম থেকে।তখন আমার দাদার ইসলামি ব্যাংকে চাকরি হয়।আমার দাদা আমার পড়াশুনার টাকা দিত।

গ্রাম থেকে নিয়ে আসার মূল কারন হল পড়াশুনায় ভাল করা।শহরের পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসত কিন্তু কি আর করার কাউকে কিছু বলতে পারছিলাম না।আমা যেই মেসে থাকতাম সেখানে আমি সবথেকে ছোট ছিলাম।তাই সবাই কম বেশী আদর করত।

২০০৪ সাল ১৩ জুলাই দিনটা আমার জীবনের সবচেয়ে কষ্টময় দিন ছিল।আমি বুঝতে পারছিলাম না কেন আমার এত কষ্ট লাগছে।সারাটা দিন অস্থিরতার ভিতর কাটল যখন নিশি নেমে আসল তখন ক্রমান্নয়ে অশ্রু ঝরছে কিন্তু কেন তা বুঝতে পারছিলাম না।সারা রাত কান্না করলাম কিন্তু কেন কাদছি তা বুঝতে পারছিলাম না।কখন যে সকাল হল বুঝতে পারছিলাম না।সকাল হতেই আমার মেঝ ভাইয়ের বন্ধু জাহিদ ভাই আমাকে এসে বলল মাঈন চল বাড়ি যাই.আমি কিছু বুঝতে পারছিলাম না।আমি কিছু বলতে পারছিনা।একটু বেবুলার মত হয়ে গেছিলাম।মেসের সবাই জেনে গেছে শুধু আমি বাদে যে আমার মা আর এই দুনিয়ায় নেই।নাইম ভাই আমাকে বলল নাস্তা করতে গিয়েছিলাম নাস্তা করতে কিন্তু নাস্তা কি আর গলা দিয়ে নামে?নাস্তা না করেই চলে আসলাম।ততক্ষনে আমি বুঝতে পারলাম আমার মা মনে হয় নেই।আমি মেসে এসে রেডি হই জাহিদ ভাই আমাদের মেস সভাপতি মাসুদ ভাই,বনী ইয়ামিন ভাই আমাকে নিয়ে রউনা দেন বাড়ির উদ্দেশ্য।বাড়িতে পৌছাতে খুব বেশী সময় লাগেনি।মন হল গাড়িতে উঠলাম আর কিছুক্ষনের ভিতরে পৌছে গেলাম।আমাদের বাড়ি গুমতি নদীর উপারে গুমতির বাধে উঠতে নজরুল ভাইয়ের সাথে দেখা।আআর বাড়িতে পৌছামাত্র দেখলাম হাজরো মানুষের ভিড়.আমার মা শুয়ে আছে.আমার বড় আপার কান্নার শব্দ শুনতে পেলাম.আমার মার নিথর দেহ পড়ে আছে।মা কে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতে পারলাম না।

আশে পাশের মানুষের কান্নায় আমি আর কাদতে পারলাম না।মা কে যেখানে দাফন করা হবে সে খানে গেলাম.আমার দাদা সিলেট থেকে আসল ।আমার দাদা আমার মায়ের জানাযা পড়াল।মাকে একলা ঘরে রেখে আসলাম আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম এটাই কি জগতের খেলা?মাকে একলা ঘরে রেখে চলে আসলাম সবাই আমি যেন আমার মাকে সব জায়গায় অনুভব করতে পারছি।সবার সামনে কাদতে পারিনি তাই সেই কান্নাটা কাদলাম নিরবে আকাশ পানে চেয়ে।মাকে হারিয়ে আজ আমি খুব একা ,......সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257313
২৩ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৭
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : সত্যি দুঃখিত।
257319
২৩ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৫
দিশারি লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।
257330
২৩ আগস্ট ২০১৪ সকাল ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হৃদয়ছোঁয়া লিখাটির জন্য ধন্যবাদ।
257336
২৩ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৯
কাহাফ লিখেছেন : মা-কে জান্নাতের মেহমান করুন মহান আল্লাহ...এই দোয়া।
257342
২৩ আগস্ট ২০১৪ দুপুর ১২:১২
সন্ধাতারা লিখেছেন : Heart breaking!! Jajakallah
257349
২৩ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আপনার মায়ের গোনাহ খাতা মা’ফ করে দিয়ে জান্নাত দান করুন।
257355
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:১১
আবু জান্নাত লিখেছেন : আপনার মায়ের জন্য এই দোয়াটি করুন- رب ارحم هما كماربيانى صغيرا
257364
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৫
আবু সাইফ লিখেছেন : মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আপনার মায়ের গোনাহ খাতা মা’ফ করে দিয়ে জান্নাত দান করুন।

আ মী ন


প্রতি নামাজের পরে এ দোয়াটি করার স্থায়ী অভ্যাস করে ফেলুন-

رب ارحم هما كماربيانى صغيرا
257379
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৩
egypt12 লিখেছেন : আপনার মায়ের জন্য অনেক দোয়া রইল ভাই Praying
১০
257385
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫০
আবু নাইম লিখেছেন : আবু জান্নাত লিখেছেন : আপনার মায়ের জন্য এই দোয়াটি করুন- رب ارحم هما كماربيانى صغيرا

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File