আল্লাহ্কে ভয় করুন, বন্ধ করুন সব অন্যায় জুলুম!
লিখেছেন লিখেছেন মুহাম্মদ লুত্ফুল আনাম ২৫ জানুয়ারি, ২০১৫, ০৯:১০:৫২ রাত
' অন্যায়ভাবে একজন মানুষকে যে হত্যা করল সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে একজন মানুষকে বাঁচাল সে যেন সমস্ত মানুষকে বাঁচাল। '
আল্লাহ্ র এমন সতর্কবাণীর পরও কি অবলীলায় আমরা মানুষ হত্যা করে চলেছি। আমরা সত্যিই কি বিশ্বাস করি আমাদেরকে আল্লাহ্ র সামনে দাঁড়াতে হবে, আমাদের কাজের জবাবদিহি করতে হবে। নানান কূটচাল, ষড়যন্ত্র ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজেদেরকে খুব স্মার্ট ভাবছি আমরা। কিন্তু পরিণতি যে কত ভয়াবহ তার নজির ইতিহাসের পাতায় পাতায়। সতি্য মানুষ খুবই নির্বোধ। ইতিহাস থেকে খুব কমই শিক্ষা গ্রহণ করে।
আমরা ভুলেই গেছি আল্লাহ্ সবকিছু দেখেন, শুনেন এবং আমরা কি চিন্তা করি তাও জানেন।
বিষয়: রাজনীতি
১১১১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন