ঝিনাইদহে দুই শিবির নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার |

লিখেছেন লিখেছেন আকবার১ ১৩ এপ্রিল, ২০১৬, ০৮:১৭:৫৫ রাত



ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা শিবিরের সভাপতি আবুজর গিফারি ও জেলার কে সি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও শিবির নেতা শামীমকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ২৫ দিন পর তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। বুধবার সকাল ৮ টার দিকে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের জোড়াদহ গ্রামের একটি পুকুর থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।গত ১৮ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ জামতলা মোড় থেকে দু’টি মোটরসাইকেল যোগে ৪ জন ব্যক্তি পুলিশ পরিচয়ে যশোর এমএম কলেজের ছাত্র ও ছাত্রশিবির কালিগঞ্জ পৌরসভার সভাপতি আবুজর গিফারি ও ২৫ মার্চ ঝিনাইদহ কে সি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র শামীম হোসেনকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল তাদের পরিবার ও ছাত্রশিবির।এ নিয়ে শিবির ও তাদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এবং বিবৃতির মাধ্যমে দুই নেতার সন্ধান দাবি করা হলেও বিষয়টি পুলিশ আমলে নেয়নি বলে অভিযোগ করেছিল ছাত্রশিবিরের।গণমাধ্যমে পাঠানো ছাত্রশিবির ও নিহত দুইজনের পরিবারের পক্ষ থেকে একাধিক বিবৃতির মাধ্যমে দুই জনের জীবন নিয়ে শঙ্কা ও উদ্বেগের কথা জানিয়েছিল।অবশেষে আজ বুধবার যশোরে একটি পুকুর থেকে তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

Copyright Daily Inqilab

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365689
১৪ এপ্রিল ২০১৬ রাত ১২:৩৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওরা মানুষ নয়, শিবির! তাই ওদের মারা জায়েজ।
365710
১৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫১
ইয়াফি লিখেছেন : হে আল্লাহ আমার ভাইদের কেন গুম করে মারা হল? সেটা তুমি ভাল জান| আমরা তোমার কাছে এর উত্তম বদলা চাই|
373600
৩০ জুন ২০১৬ দুপুর ০২:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : একটি এলান
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File