টিভি স্টেশনঃ বাংলাদেশ প্রেক্ষিত ======================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১৬ জুন, ২০১৪, ১১:৪৮:৩৬ সকাল
আলীগ অসংখ্য টিভি স্টেশনের লাইসেন্স দিচ্ছে... উদ্দেশ্য সুস্পষ্ট
১। নিজ দলের নেতা-কর্মীদের লাইসেন্স বিক্রির মাধ্যমে কোটিপতি বানানো
২। মিডিয়া বানিয়ে, ব্যবসায়ীদের ইনভেস্ট করিয়ে ভবিষ্যতের বিনিয়োগের রাস্তা বন্ধ করা...
এখন কয়েকটা মজার গল্প বলি
# বাংলা আনকাট সিনেমা দেখিয়ে কিছুটা জনপ্রিয় একটা চ্যানেল কিছুদিন আগে স্থানীয় প্রতিনিধি নিবে বলে তাদের স্ক্রলে দেখায়। সেটা দেখে একজন ফোন করে অফিসে... অফিস থেকে জানানো হয় জামানত ১,৫০,০০০/= দিতে হবে আর কোন বেতন দেয়া হবে না...!!!
# মিরপুর কেন্দ্রিক একটা টিভি চ্যানেল, স্টেশন করার নামে মিরপুরে ব্যাপক চাঁদাবাজি করার অভিজোগে অভিযুক্ত। একটা চ্যানেল দেখার যে রুচি লাগে এই দুইটা চ্যানেলে তা কখনই পাই নাই...
# কুমিল্লার একটা নদীর নামে প্রস্তাবিত ইনু কর্তৃক অনুমোদন পাওয়া এক চ্যানেল, দুই মিডিয়া ব্যক্তিত্ব গিয়েছে। চ্যানেলের এমডি বলছেঃ গ্রামের সব বেকার ছেলে পুলেদের নিয়্যা আইছি, অগোর ট্রেইনিং দিয়া সাম্বাদিক বানাচ্ছি...সব দেইখ্যা লমু...
হটাৎ টেবিলের নিচ থেকে সুপার বিস্কুটের টিন বের করে কর্মচারীদের ডেকে বলছে এই ছেলেরা দুইটা কইর্যা লইয়া যাও...
# দেশের বৃহত্তম নদীর নামের ইনু কর্তৃক পারমিশন পাওয়া চ্যানেল। এক মিডিয়া প্রযোজক গিয়েছে অফিসে... দুই রুমের অফিস, ডিএমডি'র রুমে বসে আছে এক লোক ঢুকল হটাৎ বলছেঃ ভাই, ঐ লোক দুইজনকে কিন্তু লইতে হবে, আপনার কি সেলসের লোক আছে? আমার কাছে কিন্তু ভালো সেলসম্যান আছে। প্রযোজকতো অবাক... প্রযোজক শেষ প্রশ্ন করলঃ ভাই, আপনি কেন টিভি দিলেন?
ডিএমডিঃ আমার আর এমডির মেয়ে আছে...সব নাটকে তাগোর লইতে হবে এটাই আমাদের শখ......!!
-------------
আচ্ছা,
ইনু আর শেখ হাসিনার কি কোন দায় নেই,
মিডিয়াকে অপমান করার অধিকার তাদের কে দিয়েছে?
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন