জামায়াতের জন্য সতর্কবার্তা এনেছে উপজেলা নির্বাচন ================================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৩:২৩ বিকাল
সবাই মনে করছে কয়টা জিতেছে জামায়াত......
আরে ভাই, হেরেছে কয়টা বা সারাদেশে কি অবস্থা সেটাও চিন্তা করতে হবে আপনাদের।
পরাজিত হচ্ছে তারা পুরানো যায়গায়, কিন্তু কেন??
জামায়াতের নিজ দ্বায়িত্বে রিসার্চ করা দরকার কিছু যায়গায় পরাজয় নিয়ে
১। আশাশুনি, সাতক্ষীরাঃ বর্তমান জামায়াত চেয়ারম্যান দ্বিতীয় হয়েছে অল্প ভোটে হেরেছে
২। পঞ্চগড় সদরঃ বর্তমান জামায়াত চেয়ারম্যান তৃতীয় হয়েছে অল্প ভোট পেয়েছে
৩। কুস্টিয়া সদরঃ বর্তমান জামায়াত চেয়ারম্যান তৃতীয় হয়েছে অল্প ভোট পেয়েছে
৪। রায়গঞ্জঃ তিন বারের জামায়াত চেয়ারম্যান তৃতীয় হয়েছে শোচনীয় ভাবে হেরে
৫। নাচোল, চাপাইঃ গতবারের চেয়ারম্যান হেরেছে
৬। ছাতকঃ গতবারের চেয়ারম্যান হেরেছে
৭। উল্লাপাড়াঃ শচনীয় ভাবে তৃতীয় হয়েছে।
৮। কালীগঞ্জ (ঝিনাইদহ)ঃ বর্তমান জামায়াত চেয়ারম্যান তৃতীয় হয়েছে অল্প ভোট পেয়েছে
৯। কাহারোল, মহদেবপুর, সিংড়া, খানসামার জামায়াত ঘাটি বিলুপ্তির পথে
১০। ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগে সম্ভবত কোন চেয়ারম্যান জিতবে না.........
সুতরাং,
অনেক গবেষনার আছে ......
মানুষের মন বুঝা বড় কষ্ট।
অভিনন্দন নির্বাচিত সব প্রতিনিধিদের বিশেষত বিএনপি-জামায়াতের নির্বচিতদের।
বিষয়: বিবিধ
১২৫৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে অন্যতম কারণ সম্ভবত- এদেরকে প্রশাসনিক কারচুপি ও জালভোট এর মাধ্যমে হারানো হয়েছে।
তবে অন্যতম কারণ সম্ভবত- এদেরকে প্রশাসনিক কারচুপি ও জালভোট এর মাধ্যমে হারানো হয়েছে: Slightly R8
জনগণ কেন জামায়াতকে ভোট দিয়েছে তা আমার জানা নেই
----------------তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
আপনার উপলব্ধি ঠিক আছে। তবে অনেক মানুষ ভোট কেন্দেরে যেতে পারিনি পুলিশের ভয়ে। ধন্যবাদ।
া
২।সরকারী দল শক্তির জোরে কিছু জায়গায় পরাজিত হতে বাধ্য করেছে।যার কারনে হারের ব্যবধান সামান্য।
৩।অনেক জায়গায় বিএনপির সাথে প্রতিযোগিতা করে নির্বাচনে দাড়িয়েছে।যেখানে হারের ব্যবধান বিশাল।
৪।ঢাকা বিভাগে বিএনপি স্বেচ্ছায় কোন চেয়ারম্যান না দিলে জামায়াতের পক্ষে একক নির্বাচন করে চেয়ারম্যান হওয়া সম্ভব না।
মন্তব্য করতে লগইন করুন