ইন্ডিয়া গন্তব্যের ট্রেনে গোলাপীরা উঠেনা =====================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৩ জানুয়ারি, ২০১৪, ১০:১৯:০৫ রাত

‘গোলাপী রে গোলাপী ট্রেন তো মিস করলি, গোলাপী এখন ট্রেনে নেই, ট্রেন মিস হয়ে গেছে।’

--- স্বঘোষিত,স্বনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমাদের এর জবাব দেবার রুচি নাই, তবে কয়েকটা কথা

# নূরুল কবীরের ভাষায় "খালেদা জিয়ার রুচি, পছন্দ এবং চেহারা নিয়ে আলীগারদের ভিতর হীনমন্যতা বোধ আছে, তাই তাদের নেতা-কর্মীরা এই সব কথা বলে"

# "গোলাপী এখন ট্রেনে" বাংলাদেশের সেরা ফিল্ম'র একটি, গোলাপীরা গার্মেন্টস কর্মী, গোলাপীদের স্বজনরা বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠায়, গোলাপীর ভাই,বাবা রা কৃষি কাজ করে এই দেশকে বাচিয়ে রাখে, এরাই দেশের শিল্প পন্যের বড় ক্রেতা। আপনার মত লীগাররা এদেরকে শোষণ করে চলেন। সুতরাং গোলাপী হলে ম্যাডাম তো এদেরই প্রতিনিধিত্ব করবে।

# গোলাপীদের ট্রেনের গন্তব্য সব সময় দেশের ভিতর থাকে, যে ট্রেনের গন্তব্য সব সময় ইন্ডিয়া উপঢৌকন নিয়ে যাওয়া, সে ট্রেনের যাত্রী না হওয়া তো গর্বের, তাই নয় কি??

# আপনার জন্য অন্য দেশ সব সময় প্লেন রেডী করে রাখে নিয়ে যাবার জন্য, আপনার সুযোগ একবারই। কিন্তু আমাদের ট্রেন বার বার আসবে ঘন্টায় ঘন্টায় আসবে।

......... শেখ হাসিনা আপনাকে অভিনন্দন, এই সত্য বলার জন্য।

বিষয়: বিবিধ

১০৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166507
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
124132
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : thnx
166508
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৩
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
124134
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : thnx
166631
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৭
সাইদ লিখেছেন : একটা দেশের প্রধানমন্ত্রীর ভাষা যে কতো অরুচিকর হতে পারে তা তা দেখার জন্য বাংলাদেশের দিকে তাকাতে হবে ---
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
124137
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : R8

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File