রাজনৈতিক মামলা/হামলার শিকার কোটি মানুষঃ পরিনতি কি ভাবছি আমরা?? =======================================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৩ জানুয়ারি, ২০১৪, ০৪:৩৭:১৪ বিকাল
সমগ্র বাংলাদেশ আজ গুম, খুন এবং গনগ্রেফতারের আতঙ্কে আতঙ্কিত।
টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া একই চিত্র।
ধরুন, ১৮ দলের একটা মিছিলের কারনে বা যৌথ বাহিনীর অভিযান রুখে দেবার কারনে ৩০ জনের নাম দিয়ে ৫,০০০-১০,০০০ জন অজ্ঞাত মানুষের নামে মামলা করেছে......
দেশের এমন কোন উপজেলা নেই যেখানে এই ধরনের মামলা হয়নি। তার অর্থ হল দেশের প্রায় কোটি মানুষ এর শিকার। পরিনতিতে তাহলে কি হচ্ছে???
১। গ্রেফতার আতঙ্কে বিরোধীদলের নেতা, কর্মী এবং সাধারন মানুষ বাড়িছাড়া হয়ে আছে।
২। সাধারন ব্যবসায়ী, দোকানদার, দিনমজুররা পলাতক থাকার কারনে আয় বন্ধ হয়ে গেছে, তাদের পরিবারগুলি অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
৩। ছাত্রদের পরীক্ষা, ক্লাস সহ সর্বপরী পড়াশুনা স্তব্ধ হয়ে গেছে।
৪। কৃষক- হোমিও এবং পল্লী চিকিৎসক মামলার আসামী হয়ে ঘরছাড়া হয়ে সব বন্ধ করে রেখেছে
৫। পুলিশ এবং স্থানীয় আলীগাররা (নব্য রাজাকার) রা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে।
৬। ১০০ জন গ্রেফতার করে ৩০ জনকে জেলে দিয়ে বাকী ৭০ জনের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে যার ফলে সবার আর্থিক ভিত ভেঙে পড়ছে।
৭। সরকারী চাকরী এবং স্কুল-কলেজের শিক্ষক পদ থেকে জোর করে অবসর দেয়া হচ্ছে।
৮। বিএনপি-জামায়াতের সম্ভাবনাময় মধ্যম পর্যায়ের নেতাদের গুম করে হত্যা করা হচ্ছে। যার মাধ্যমে মাঠ থেকে আন্দোলন বন্ধের চেষ্টা চলছে।
৯। অনেক শিবির এবং ছাত্রদল নেতা-কর্মী কে ধরে গুলি করে চিরতরে পঙ্গু করে দেয়া হয়েছে।
১০। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশকে আধিপত্যবাদের চারনভূমি বানিয়ে বাকশালীরা ক্ষমতায় থাকতে চাচ্ছে।
শাসকরা কি ভেবেছেন......এই জনতা যদি রিভেঞ্জ নেয় তাহলে কি হবে???
মিডিয়া কি ভেবেছেন......গুম,খুন,পঙ্গু হওয়া মানুষের আত্মীয়-বন্ধুরা যদি আপনাকে ঘেড়াও করে তাহলে কোথায় যাবেন???
প্রশাসন কি ভেবেছেন.........এরা আপনারই ভাই, আত্মীয় বা প্রতিবেশী...???
সুলতানা কামাল গংরা কি ভেবেছেন আপনাদের মানবাধিকার নিয়ে ব্যবসা করা এই জনতা একদিন গুড়িয়ে দিবে?????
সবাই রুখে দাড়ান এই ঘৃণ্য অপশক্তির বিরুদ্ধে।
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন