কথিত নির্বাচন পরবর্তী গুন,খুন এবং গনগ্রেফতারের মুখে বাংলাদেশ ====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২১ জানুয়ারি, ২০১৪, ০২:৩৩:৪৪ দুপুর



গত ৫ জানুয়ারির কথিত নির্বাচনের পর থেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা অহরহ ঘটছে। গত ৬ জানুয়ারি থেকে দুই সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

# ২১ শে জানুয়ারিঃ

১) গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের গুলিতে আহত শিবির কর্মী (৮ম শ্রেনীর ছাত্র) সোহানুর রহমান সোহাগ নিহত

২) রাজারবাগ পুলিশ ব্যারাকের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার (রাজনৈতিক??)

# গত তিন দিনে নীলফামারীর তিন নেতা মন্ত্রী আসাদুজ্জামান নূরের মদদে যৌথ বাহিনী গুম করে খুন করেছে

১) গোলাম রব্বানীঃ ইউনিয়ন বিএনপির সাংগঠিনক সম্পাদক

২) আতিকুল ইসলাম আতিকঃ ছাত্রদল ইউনিয়ন সাং, সম্পাদক

৩) মহিদুল ইসলামঃ প্রাক্তন শিবির নেতা, ইউনিয়ন জামায়াত নেতা

# ১৯ শে জানুয়ারিঃ

১) মেহেরপুরে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি তারিক সাইফুল ইসলাম পুলিশের গ্রেপ্তারের পরে টার্গেট কিলিঙের শিকার হন।

২) সীতাকুন্ডুর শিবির নেতা মোশারফ হোসেন পুলিশের গ্রেপ্তারের পরে টার্গেট কিলিঙের শিকার হন। তার বিকৃত লাশ উদ্ধার।

# ১৮ জানুয়ারিঃ

১) নরসিংদীতে ইকবাল হোসাইন নামে এক ছাত্রলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

২) একই জেলায় জনি নামক এক ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার করা হয়।

# ১৭ জানুয়ারিঃ

১) সাতক্ষীরায় শিবিরকর্মী হানিফ ছোটান (১৪) নামে নবম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্র যৌথ বাহিনীর গুলিতে নিহত

২) নাটোরে ফজলুর রাহমান নামে উপজেলা আওয়ামী লীগের এক নির্বাহী সদস্যকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে

৩) ঝিনাইদহে অভ্যন্তরীন দলীয় সংঘর্ষ চলার সময় গুলিতে আরিফ হোসাইন নামে এক আওয়ামী সমর্থক নিহত হন।

৪) মেহেরপুরে আবু বকর নামে গুম হওয়া এক বিএনপি সমর্থকের লাশ উদ্ধার করে পুলিশ।

# ১৫ জানুয়ারিঃ

১) যশোরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিপন চরমপন্থিদের হাতে নিহত

২) পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

# ১৪ জানুয়ারিঃ

১) সাভারে গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমানের লাশ উদ্ধার। ২) সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্র যৌথ বাহিনীর গুলিতে নিহত জামায়াতের রোকন আনওয়ারুল ইসলাম।

# ১৩ জানুয়ারিঃ

গুম হওয়া যুবদল কর্মী জামিল হোসাইন (৩৩) এর লাশ উদ্ধার করা হয়।

# ১২ জানুয়ারিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে শাহ আমানত হলের শিবির নেতা মামুন নিহত ।

# ১১ জানুয়ারিঃ

১) নারায়নগঞ্জের তারাবোতে গুম হওয়া যুবদল নেতা আমজাদ হোসেনের লাশ উদ্ধার।

২) গাইবান্ধার পলাশবাড়িতে গুম হওয়া জাময়াত নেতা নাজমুল হাসানের লাশ পাওয়া যায়।

# ৯ জানুয়ারিঃ

নিখোঁজ বিএনপি কর্মী আল মামনুনের লাশ একটি বগুরার শেরপুর উপজেলায় এক খালে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

# ৮ জানুয়ারিঃ

অজ্ঞাত ব্যক্তিদের হামলায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙ্গ ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট নব কুমার ত্রিপুরা নিহত হন।

# ৬ই জানুয়ারিঃ

১) অর্থ্যাৎ নির্বাচনের পরদিন দোহারে আওয়ামী লীগের হামলায় জাতীয় পার্টির তিন নেতা মুসা খন্দকার, মাসুদ খন্দকার এবং মকবুল হোসাইন নিহত হন।

২) নোয়াখালীতে যুবলীগ নেতা মাহফুজ আহমেদ রাজনৈতিক সহিংসতায় নিহত হন।

৩) দিনাজপুরে বিএনপি কর্মী আসাদুল্লাহ নিহত হন আলীগের কর্মীদের হাতে

গত ৫ জানুয়ারির কথিত নির্বাচনের পর থেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা অহরহ ঘটছে। গত ৬ জানুয়ারি থেকে দুই সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

# ২১ শে জানুয়ারিঃ

১) গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের গুলিতে আহত শিবির কর্মী (৮ম শ্রেনীর ছাত্র) সোহানুর রহমান সোহাগ নিহত

২) রাজারবাগ পুলিশ ব্যারাকের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার (রাজনৈতিক??)

# গত তিন দিনে নীলফামারীর তিন নেতা মন্ত্রী আসাদুজ্জামান নূরের মদদে যৌথ বাহিনী গুম করে খুন করেছে

১) গোলাম রব্বানীঃ ইউনিয়ন বিএনপির সাংগঠিনক সম্পাদক

২) আতিকুল ইসলাম আতিকঃ ছাত্রদল ইউনিয়ন সাং, সম্পাদক

৩) মহিদুল ইসলামঃ প্রাক্তন শিবির নেতা, ইউনিয়ন জামায়াত নেতা

# ১৯ শে জানুয়ারিঃ

১) মেহেরপুরে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি তারিক সাইফুল ইসলাম পুলিশের গ্রেপ্তারের পরে টার্গেট কিলিঙের শিকার হন।

২) সীতাকুন্ডুর শিবির নেতা মোশারফ হোসেন পুলিশের গ্রেপ্তারের পরে টার্গেট কিলিঙের শিকার হন। তার বিকৃত লাশ উদ্ধার।

# ১৮ জানুয়ারিঃ

১) নরসিংদীতে ইকবাল হোসাইন নামে এক ছাত্রলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

২) একই জেলায় জনি নামক এক ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার করা হয়।

# ১৭ জানুয়ারিঃ

১) সাতক্ষীরায় শিবিরকর্মী হানিফ ছোটান (১৪) নামে নবম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্র যৌথ বাহিনীর গুলিতে নিহত

২) নাটোরে ফজলুর রাহমান নামে উপজেলা আওয়ামী লীগের এক নির্বাহী সদস্যকে অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে

৩) ঝিনাইদহে অভ্যন্তরীন দলীয় সংঘর্ষ চলার সময় গুলিতে আরিফ হোসাইন নামে এক আওয়ামী সমর্থক নিহত হন।

৪) মেহেরপুরে আবু বকর নামে গুম হওয়া এক বিএনপি সমর্থকের লাশ উদ্ধার করে পুলিশ।

# ১৫ জানুয়ারিঃ

১) যশোরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিপন চরমপন্থিদের হাতে নিহত

২) পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

# ১৪ জানুয়ারিঃ

১) সাভারে গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমানের লাশ উদ্ধার। ২) সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্র যৌথ বাহিনীর গুলিতে নিহত জামায়াতের রোকন আনওয়ারুল ইসলাম।

# ১৩ জানুয়ারিঃ

গুম হওয়া যুবদল কর্মী জামিল হোসাইন (৩৩) এর লাশ উদ্ধার করা হয়।

# ১২ জানুয়ারিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে শাহ আমানত হলের শিবির নেতা মামুন নিহত ।

# ১১ জানুয়ারিঃ

১) নারায়নগঞ্জের তারাবোতে গুম হওয়া যুবদল নেতা আমজাদ হোসেনের লাশ উদ্ধার।

২) গাইবান্ধার পলাশবাড়িতে গুম হওয়া জাময়াত নেতা নাজমুল হাসানের লাশ পাওয়া যায়।

# ৯ জানুয়ারিঃ

নিখোঁজ বিএনপি কর্মী আল মামনুনের লাশ একটি বগুরার শেরপুর উপজেলায় এক খালে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

# ৮ জানুয়ারিঃ

অজ্ঞাত ব্যক্তিদের হামলায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙ্গ ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট নব কুমার ত্রিপুরা নিহত হন।

# ৬ই জানুয়ারিঃ

১) অর্থ্যাৎ নির্বাচনের পরদিন দোহারে আওয়ামী লীগের হামলায় জাতীয় পার্টির তিন নেতা মুসা খন্দকার, মাসুদ খন্দকার এবং মকবুল হোসাইন নিহত হন।

২) নোয়াখালীতে যুবলীগ নেতা মাহফুজ আহমেদ রাজনৈতিক সহিংসতায় নিহত হন।

৩) দিনাজপুরে বিএনপি কর্মী আসাদুল্লাহ নিহত হন আলীগের কর্মীদের হাতে

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165376
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫২
সালাহ লিখেছেন : শয়তান যখন ঘাড়ের উপর সওয়ার হয় , তখন ভেলকিবাজিই যে সহ্য করতে হয়
165377
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা নিকট প্রার্থনা, তিনি যেন আমাদের দেশ ও জাতিকে রক্ষা করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File