আলীগের একঢিলে অনেক পাখি মারার রাজনীতি সম্পর্কে সাবধান হতে হবেঃ =====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১১ ডিসেম্বর, ২০১৩, ১২:২৬:৫৬ দুপুর

বিডিআর কেসে যেমন এক ঢিলে তারা অনেক পাখি মেরেছিল তেমনি এখন অনেক পাখি মারতে চাচ্ছে-

১। আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিলে জামায়াত-শিবির মাঠে নেমে আসবে, সর্বাত্বক আন্দোলনে যাবে যার ফলে জরুরী আইন দেয়া হবে।

২। আন্তর্জাতিক বিশ্বকে দেখাবে জামায়াত জঙ্গীবাদী বিএনপি তার সহযোগী, ভারত সেটা সেল করবে বিশ্বে।

৩। নির্বাচন বন্ধ হয়ে যাবে, শেখ হাসিনা আবার ক্ষমতায় থাকবে।

৪। তত্বাবধায়ক ইস্যু ধামা চাপা পরে যাবে।

৫। যদি ফাঁসি সম্ভব না হয় বা না দেয়া হয় তাহলে শাহবাগকে আবার জাগিয়ে পিঠ বাঁচাতে চেষ্টা করবে বাম-লীগাররা।

৬। বিএনপি-জামায়াত ঐক্যে ফাটল ধরিয়ে দুই দলকেই সাইজ করার চেষ্টা করা হবে।

ভারত এবং বাম-লীগারদের দীর্ঘদিনের প্রচেষ্টা সফলে পরিনত করা হবে।

৭। চুড়ান্ত ভাবে ২/৩ বছর জরুরী আইন দিয়ে বিএনপি-জামায়াত নিধনে ব্যস্ত থাকবে।

এই সব চিন্তা আমি যেমন বুঝি, বিএনপি-জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দও তেমনি বুঝেন............

সুতরাং সবাই খুব খেয়াল। আমাদের মূল লক্ষ্য সুষ্ঠ নির্বাচনের পথে যাওয়ার পথ তৈরী।

আর এই পথে শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতেই হবে।

না হলে গন অভ্যুত্থান............

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File