১৯৯১-২০১৩: দেশে চালু করা আ,লীগের রাজনৈতিক অপসংস্কৃতি ====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৪ নভেম্বর, ২০১৩, ১০:৪৬:৫৭ রাত

এরশাদের পতনের পর গনতন্ত্রের সত্যিকার সূচনা থেকে আ,লীগ দেশ, গনতন্ত্র এবং স্বাধীনতার বিরোধী কর্মকান্ড করে যাচ্ছে। তার কিছু তালিকা-

১। নির্বাচনের ফলাফল অস্বীকার (১৯৯১)

২। সরকারকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয়া হবে না বলা ও করা (১৯৯১-১৯৯৬)

৩। সংসদ বয়কটের সূচনাঃ ১৯৯৫-৯৬ (প্রায় এক বছর)

৪। গনতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অসহযোগ (১৯৯৬)

৫। তিন বছরে ২০১ দিন হরতাল (১৯৯৩-৯৬)

৬। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেয়া (১৯৯৬)

৭। কোন কিছু মানি না, আমার কথা মত নির্বাচন হতে হবে

- ১৯৯৬ সালে তত্বাবধায়ক

- ২০০১ সাজানো সরকার (যদিও বিবেকের সাথে সাহাবুদ্দিন-লতিফুর-সাঈদ সাহেবরা আপোষ

করে নাই)

- ২০০৬ সালে কেএম হাসান কে বিরোধিতা করা

- ২০১৩ সালে তত্বাবধায়ক উঠিয়ে দিয়ে তার অধীনে নির্বাচনের চেষ্টা।

৮। বেদেশী শক্তির রাজনৈতিক বিষয়ে দূতিয়ালির সুযোগ সৃষ্টি করে দেয়া

(১৯৯৬, ২০০৬ ও ২০১৩)

৯। হীন স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করা

(১৯৯৬ এবং ২০০৬)

১০। গড ফাদারের কালচারের সৃষ্টি করাঃ ১৯৯৬ সাল থেকে বর্তমান পর্যন্ত

১১। রাজনীতিবিদদের নামে অস্লীল বাক্য প্রয়োগ (১৯৯১-২০১৩)

১২। গুনী মানুষদের অপমান করা

(সালশা বলা, মুই কার খালুরে, সুদখোর ইত্যাদ......)।

১৩। পরিবারতন্ত্র এবং গোপালী-কিশোরীতন্ত্র প্রতিষ্ঠা করা।

১৪। শেয়ার মার্কেট লুট করার কৌশল আবিস্কার (১৯৯৬ ও ২০০৯)।

১৫। ভারতের সাথে One side love প্রতিষ্ঠা (১৯৯৬ ও ২০০৯)।

১৬। ব্যাংক ব্যবস্থা দেউলিয়া করে লুট করার ডিজিটাল পদ্ধতি আবিস্কার।

১৭। চাকুরীতে ৬৫% কোটা পদ্ধতির ভিতর দিয়ে দলীয়করনের আর্ট প্রতিষ্ঠা।

১৮। সরাসরি গুলি করে গনহত্যার পদ্ধতি সৃষ্টি (২৮শে ফেব্রু, ৫ই ম...

১৯। অঘোষিত জরুরী আইন দেয়া (২০০৮ থেকে শুরু, গত এক বছর ধরে মারাত্বক)।

২০। আদালতের ঘাড়ে বন্দুক রেখে স্বার্থ সিদ্ধির প্রচেষ্টা (৫ম,৭ম ও ১৩তম সংশোধনী বাতিল)।

২১। নিম্ন আদালতকে নগ্ন ভাবে ব্যবহার (রিমান্ড, জামিন বাতিল কালচা...

২২। দাঁড়ি-টুপি ধারীদের গনহারে জঙ্গী বলে গ্রেপ্তার, নির্যাতন করা।

২৩। গুমের মাধ্যমে ভীতি সৃষ্টির ভয়ংকর সংস্কৃতি চালু।

২৪। টেলিভিশন, ভিওআইপি সহ বিভিন্ন লাইসেন্স দিয়ে দলীয় ক্যাডারদেরকে অটো কোটিপতি

বানানোর কালচার।

২৫। বেআইনি ভাবে মিডিয়া বন্ধ করা, কেন কেউ জানে না

(দিগন্ত, ইসলামী টিভি, আমারদেশ, শীর্ষ নিউজ)

২৬। একই আইনের দুই ভাবে প্রয়োগের মাধ্যমে আইনের শাসনের থোড়াই কেয়ার করা।

২৭। থানায় ধরে নিয়ে গুলি করা বা পিটিয়ে পঙ্গু করা।

২৮। ছাত্রলীগ দ্বারা শিক্ষক পেটানো(ইবি, জাবি) এবং ভিসি দ্বারা ক্যম্পাস দখল রাখা ।

২৯। আর্মি-পুলিশ-র‍্যাব-বিজিবির ভিতর আন্ত সম্পর্ক নষ্ট করা

(বিডিআর বিদ্রোহ, পুলিশের অবাধ ক্ষমতা, গুমের প্রচলন)

৩০। বানানো পরিসংখ্যান প্রকাশ করা (আদম শুমারী)

৩১। সংখ্যা লঘূদের নিয়ে নোংড়া রাজনীতি (রামু, পাবনা, বরিশাল)।

৩২। মানুষ পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা। (২৮শে অক্টো ২০০৬)।

আপনারা আরো অনেক কিছু যোগ করতে পারবেন।

যারা এই সব সংস্কৃতি তৈরী করে, লালন করে এবং প্রতিষ্ঠা করে তারা কিভাবে

গনতন্ত্র, মানবাধিকার এবং মুক্তিযুদ্ধকে লালন করবে???

Need a change...

Need Justice.....

Need????........rebuild

বিষয়: বিবিধ

৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File