দেশের জনতা এবং ১৮ দলের বিরুদ্ধে একটা প্রচন্ড সাইকোলোজিক্যাল যুদ্ধ করছে আ,লীগ ===================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১৯ নভেম্বর, ২০১৩, ০৯:৪৬:৫১ রাত

সূত্রঃ

১। সংসদ অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য বাড়ানো।

২। নির্বাচনের তফসিল ঘোষনা করতে টালবাহানা।

৩। পুলিশ-র‍্যাব-বিজিবির যৌথ বাহিনীকে দিয়ে গুলি, গনগ্রেফতার, হাজার হাজার মামলা দিয়ে সারা দেশে ভীতির রাজত্ব তৈরী করার প্রচেষ্টা।

৪। এরশাদ সহ বড় একটা রাজনৈতিক দলের অংশগুলিকে নিয়ে সরকার গঠন, নির্বাচনে আনার প্রচেষ্টা চালানো।

৫। বি,এন,পির একটা অংশ নিয়ে সমঝোতার গুজব তৈরী।

৬। মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করা।

৭। সারা দেশে শেখ হাসিনার নির্বাচনী সফর।

৮। তারেক রহমানের মামলার রায়।

৯। বিডিআর কেসের রায় দেয়া।

১০। জামায়াত বিএনপিকে গিলে ফেলেছে, জামায়াত বিএনপিকে নিয়ন্ত্রন করছে এই ধরনের ফালতু বক্তব্য দিয়ে ঐক্য নষ্ট করার প্রচেষ্টা।

১১। বিএনপির নেতারা মাঠে নাই বলে চিল্লানো, সমাপনী পরীক্ষার মত সেনসেটিভ বিষয় নিয়ে মায়া কান্না করে জনগনের ক্ষেপিয়ে তোলার প্রচেষ্টা চালানো।

১২। হরতালে সহিংসতার কাল্পনিক চিত্র বলে গণআন্দোলনকে বিতর্কিত করার ক্রমাগত প্রচেষ্টা।

১৩। জামায়াত নেতাদের রায়।

কোন কিছুইতে কাজ হবে না কারন-

+++++++++++++++++++++++

১। দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আ,লীগ তত্ববধায়ক বাতিল করেছে ভোট কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে।

২। ৮০ ভাগ মানুষের জনপ্রিয় দাবীর বিরুদ্ধে দাঁড়িয়ে কোন দিন কেও জিততে পারে নাই।

৩। অনেক ট্যাকটিসই তাদের বহূ পুরাতন ট্যাকটিস। যেগুলি এরশাদ করেছিল।

৪। দুই-এক জন নেতার জন্য বিএনপির কিছুই আসে যায় না বরং যারা বেঈমানী করবে তারাই হারিয়ে যাবে। বিএনপির নেতারা এটা ভালকরেই জানে। সো এই ফালতু বাৎচিত করে লাভ নাই।

৫। ইন্ডিয়া যদি সত্যিকারেই মাজায় গামছা দিয়ে নামে তাহলে কারা কারা নির্বাচনে যেতে পারে সেটা ম্যাডাম ভাল করেই জানে। এটা নিয়ে ১৮ দল উদ্বিগ্ন নয়।

৬। আ,লীগের নেতা এবং শুভাকাংখীদের কথা মত ১৮ দল আন্দোলন করবে না। তাদের বিএনপির শুভাকাংখী সাজা যে হাস্যকর প্রচেষ্টা সবাই বুঝে।

৭। মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে গড়ে উঠা দেশে আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন কোন ভাবেই সম্ভব হবে না।

৮। ধর্মভীরু জনতার সাথে বেঈমানী করে কি ভাবে আ,লীগ জয়ের আশা করে??

সুতরাং.........

১।এই মনস্তাত্বিক যুদ্ধে আমাদের নার্ভ শক্ত রাখতে হবে

২। উগ্রতা নয় ধৈর্য ধারন করতে হবে।

৩। কোন বেঈমানীতেই চমকিত হওয়া যাবে না, অনেকেরই চেহারা উম্মোচিত হতে পারে।

৪। বিএনপি-জামায়াত জোটের সিদ্ধান্তে অটুট থাকতে হবে।

তাহলেই

জয় হবেই ইনশাআল্লাহ

সূত্রঃ

১। সংসদ অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য বাড়ানো।

২। নির্বাচনের তফসিল ঘোষনা করতে টালবাহানা।

৩। পুলিশ-র‍্যাব-বিজিবির যৌথ বাহিনীকে দিয়ে গুলি, গনগ্রেফতার, হাজার হাজার মামলা দিয়ে সারা দেশে ভীতির রাজত্ব তৈরী করার প্রচেষ্টা।

৪। এরশাদ সহ বড় একটা রাজনৈতিক দলের অংশগুলিকে নিয়ে সরকার গঠন, নির্বাচনে আনার প্রচেষ্টা চালানো।

৫। বি,এন,পির একটা অংশ নিয়ে সমঝোতার গুজব তৈরী।

৬। মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করা।

৭। সারা দেশে শেখ হাসিনার নির্বাচনী সফর।

৮। তারেক রহমানের মামলার রায়।

৯। বিডিআর কেসের রায় দেয়া।

১০। জামায়াত বিএনপিকে গিলে ফেলেছে, জামায়াত বিএনপিকে নিয়ন্ত্রন করছে এই ধরনের ফালতু বক্তব্য দিয়ে ঐক্য নষ্ট করার প্রচেষ্টা।

১১। বিএনপির নেতারা মাঠে নাই বলে চিল্লানো, সমাপনী পরীক্ষার মত সেনসেটিভ বিষয় নিয়ে মায়া কান্না করে জনগনের ক্ষেপিয়ে তোলার প্রচেষ্টা চালানো।

১২। হরতালে সহিংসতার কাল্পনিক চিত্র বলে গণআন্দোলনকে বিতর্কিত করার ক্রমাগত প্রচেষ্টা।

১৩। জামায়াত নেতাদের রায়।

কোন কিছুইতে কাজ হবে না কারন-

+++++++++++++++++++++++

১। দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে আ,লীগ তত্ববধায়ক বাতিল করেছে ভোট কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে।

২। ৮০ ভাগ মানুষের জনপ্রিয় দাবীর বিরুদ্ধে দাঁড়িয়ে কোন দিন কেও জিততে পারে নাই।

৩। অনেক ট্যাকটিসই তাদের বহূ পুরাতন ট্যাকটিস। যেগুলি এরশাদ করেছিল।

৪। দুই-এক জন নেতার জন্য বিএনপির কিছুই আসে যায় না বরং যারা বেঈমানী করবে তারাই হারিয়ে যাবে। বিএনপির নেতারা এটা ভালকরেই জানে। সো এই ফালতু বাৎচিত করে লাভ নাই।

৫। ইন্ডিয়া যদি সত্যিকারেই মাজায় গামছা দিয়ে নামে তাহলে কারা কারা নির্বাচনে যেতে পারে সেটা ম্যাডাম ভাল করেই জানে। এটা নিয়ে ১৮ দল উদ্বিগ্ন নয়।

৬। আ,লীগের নেতা এবং শুভাকাংখীদের কথা মত ১৮ দল আন্দোলন করবে না। তাদের বিএনপির শুভাকাংখী সাজা যে হাস্যকর প্রচেষ্টা সবাই বুঝে।

৭। মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে গড়ে উঠা দেশে আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়ন কোন ভাবেই সম্ভব হবে না।

৮। ধর্মভীরু জনতার সাথে বেঈমানী করে কি ভাবে আ,লীগ জয়ের আশা করে??

সুতরাং.........

১।এই মনস্তাত্বিক যুদ্ধে আমাদের নার্ভ শক্ত রাখতে হবে

২। উগ্রতা নয় ধৈর্য ধারন করতে হবে।

৩। কোন বেঈমানীতেই চমকিত হওয়া যাবে না, অনেকেরই চেহারা উম্মোচিত হতে পারে।

৪। বিএনপি-জামায়াত জোটের সিদ্ধান্তে অটুট থাকতে হবে।

তাহলেই

জয় হবেই ইনশাআল্লাহ

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File