আজ ২০১৩ সালে বি,এন,পি ক্ষমতায় থাকলে যা হত ====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৮ নভেম্বর, ২০১৩, ০৩:৪১:১৮ দুপুর

১। হরতাল দিনের মিডিয়ার শিরোনাম হতঃ " সারাদেশ হরতালে আচল,জনতার প্রতিরোধে পুলিশের গুলি,

৮ জন নিহত। অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী"

২। ডেইলি স্টারের আজকের শিরোনাম হতঃ " মনিরের মৃত্যু, দায় বি,এন,পি-জামাতের, হরতালে গাড়ী বের না করার জন্য অনুরোধ"

৩। সিপিডি/ টি,আই,বি এর উদ্যোগে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার হোটেল সোনারগাঁয়ে। "তত্বাধায়ক সরকারের দাবী, এর দায় নিয়ে বি,এন,পিকে পদত্যাগের আহ্বান, না হলে আন্তুর্জাতিক অবরোধের হুমকি"

৪। তত্বাবধায়ক প্রতিষ্ঠা করার জন্য টুয়েসডে গ্রুপের ন্যায় ব্ল্যাকডে গ্রুপ প্রতিষ্ঠা।

বি,এন,পি কে হুমকি দেয়া "ব্ল্যাক হওয়া যাবা তোমরা"

৫। সুশীল সমাজের পক্ষথেকে হুঙ্কার এবং শাহবাগে আমরন অনশন। নেতৃত্বে রফিকুল হক, সাথে মতিউর রহমান, ডঃ কামাল, কাদের সিদ্দিকী, বদরুদ্দোজা চৌধুরী, জাফর ইকবাল,আসিফ নজরুল, মান্না, আরেফীন সিদ্দিক সহ অনেকে

৬। সামরিক বাহিনী থেকে...............!!!?????

৭। সচিবালয় থেকে মোশাররফ হোসেনের নেতৃত্বে বিদ্রোহ।

৮। এফ,বি,সি,সি,আই'র ব্যবসা বন্ধ করার হুমকি সরকারের প্রতি।

৯। কেন্দ্রীয় বি,এন,পি অফিস এবং জামাত অফিস ভস্মিভুত। পুলিশ নির্বাক দর্শক। মিডিয়ার শিরোনামঃ "জনতার রোষানলে বি,এন,পি-জামাত অফিস, আনন্দ উল্লাস, জনতা এখনই বি,এন,পি-জামাতের পদত্যাগ চায়। সাথে সাথে তাদের রাজনীতি নিষিদ্ধ।

১০। মিডিয়ার শিরোনামঃ "মতিঝিলে বি,এন,পি-জামাতের মিছিলে বিক্ষুব্ধ জনতার হামলা, ২০ সন্ত্রাসী নিহত, লাশের উপর জনতার উল্লাস"।

১১। "বিক্ষুব্ধ জনতার এন,টিভি এবং দিগন্ত টিভিতে বোমা হামলা। ভাংচুর। সপ্রচার বন্ধ। জনতার উল্লাস"

১২। প্রধানমন্ত্রীম্ভবনে "বিদ্যুৎ, পানি এবং অক্সিজেন বন্ধ করার হুমকি দেবার সাহস দেখালেন বীর......?

আমি কি মিথ্যা বললাম??

বিচার আপনার হাতে।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File