অসভ্যতা, হায় সেলুকাসঃ কোথায় যাচ্ছে সমাজ?? দায় শিক্ষামন্ত্রীরও =====================================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৪ নভেম্বর, ২০১৩, ০৩:০৩:৫৬ দুপুর
শিক্ষা মন্ত্রী হরতাল নিয়ে ফায়ার্ড মন্তব্য করলেন, বি,এন,পি কে নিয়ে যাচ্ছে তাই বললেন,
গতকাল রাতে জা,বি ভিসিকে আরেক শিক্ষক কুত্তারবাচ্চা বলে গালি দিয়েছেন, অনেকেই উল্লসিত, কিন্তু কেন??? কেন?? আমরা কি অসভ্যতার দিকে যাচ্ছি, এর দায় কি আ,লীগ তথা শিক্ষা মন্ত্রীরও না। চার বছরের সালতামামি দেখি
১। বুয়েটের ছাত্র-শিক্ষকের ভিসি বিরোধী আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা, ছাত্রদের পেটানো, ছাত্রলীগ কর্তৃক শিক্ষকদের থ্রেড.........
২। ঢাবি'র ইতিহাসে এই প্রথম ছাত্রদলকে ভিসির মদদে ক্যাম্পাস ছাড়া করা।
ডঃ আসিফ নজরুলের কক্ষ ছাত্রলীগের হাতে ভাংচুর
৩। ছাত্রলীগ কর্তৃক সিলেটের এম,সি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাস পুড়িয়ে দেয়া। তার বিচার না হওয়া, কাউকেই গ্রেফতার না করা। শুধু অর্থমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর মিডিয়া হতাশা
৪। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসির মদদে ছাত্রলীগের শিক্ষকদের উপর হামলা, মারধর করে আহত করা।
৫। জা,বি ভিসি আনোয়ার হোসেন কর্তৃক আই,সি,টি তে গালি দেয়া, ছাত্রলীগকে নির্দেশ দেয়া শিক্ষকদের পেটানোর জন্য তার অডিও ক্লিপ প্রকাশ।
৬। দেশের সমস্থ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একক আধিপত্য রাখা এবং অন্য ছাত্র সংগঠনের নিষিদ্ধ রাখার জন্য ভিসিদের ভূমিকা রাখা।
৭। শাহবাগের "গজামের" সময় শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ছাত্র-ছাত্রী পাঠাবার জন্য নোটিশ দেয়া। গজামের কথা না শুনলে শিক্ষা মন্ত্রী দ্বারা হুশিয়ারী।
৮। ঢা,বি ভিসি, জবি ভিসি, জাবি ভিসি দ্বারা টিভি টকশোতে এসে আ,লীগের প্রতি সরাসরি দালালী করা।
আরো হাজার হাজার উদাহরন আছে। আপনারা আগে কি দেখেছেন বা শুনেছেন??
১। ছাত্ররা শিক্ষককে পেটাচ্ছে?
২। ভিসি ছাত্রদের শিক্ষককে পেটানোর জন্য উস্কানী দিচ্ছে?
৩। প্রশাসন এই কাজে ছাত্র সংগঠনকে সহায়তা করছে।
৪। এটা কোন ধরনের সভ্যতা, শিক্ষা, বা আচরন???
৫। ছাত্র সংগঠনের এই আচরন যারা শেখায় বা উৎসাহিত করে তারা আসলে কোন শিক্ষা আমাদের দিচ্ছে???
মাননীয় শিক্ষা মন্ত্রী আমরাও পাচ বছর ধরে আপনার কর্মকান্ড দেখে বলতে ইচ্ছা করছে.........
১। এই শুশীলের আড়ালের কুশীলতা দেখতে ইচ্ছা করছে না।
২। আপনাদের দেশ চালানোর কোন অধিকার নাই।
৩। উপরের সব ঘটনার সুপিরিয়র রেসপন্সিবল হিসাবে আপনারও বিচার চাই
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন