বিলিয়ন ডলারের প্রশ্নঃ বোমা হামলা কার নাটক??? ==================================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৯ অক্টোবর, ২০১৩, ০৩:৫৫:১৪ দুপুর
ঢাকা শহরে বোমা নামের পটকা হামলা হচ্ছে কিন্তু কারো ক্ষতি হচ্ছে না, শুধুই ভয় দেখানো বা কাউকে কারো উদ্দেশ্য জানানো হচ্ছে
শ্রেনী বিভাগ করলে দেখা যাচ্ছে টার্গেট কারা?
১। ছাত্রলীগ থেকে আসা আ,লীগের মন্ত্রী, এম,পি রা কম্যুনিস্টরা বাদ। সাজেদা চৌধুরীর বাড়ীতে হচ্ছে, মতিয়া চৌধুরী বা বাম গং বাদ।
২। একাত্তর, দেশ টিভি এবং দৈনিক সংগ্রাম অফিসে হয়েছে তার মানে কি???
প্রথম আলো বাদ, চ্যানেল আই বাদ, সময় বাদ......তাহলে লেফট বা শুশীল চ্যানেল বাদ কেন?
সংগ্রাম কেন??
৩। যুবলীগের সব নেতারা...আ,লীগের সবচেয়ে শক্তিশালী, সন্ত্রাসী এবং বাম মুক্ত সংগঠন। তাহলে??
৪। বি,এন,পির সরকারের সাথে পূর্বের আপোষকারী গ্রুপ যারা আপোষ থেকে সর এসেছে।
৫। আই,সি,টি.........টোটাল। গজাম বাদ কেন??
৬। একাত্তর টিভি আগেই যেনে যাচ্ছে কেন??
৭। একজনও হামলাকারী কেন ধরা পরছে না?? নাকি চোর আর পুলিশ একজনই।
উত্তরঃ
১। ১/১১'র খেলোয়াড় এরা।
২। এরা বাম এবং প্রথম আলোর অনুসারী।
৩। জামায়াত কে ১/১১'র মত প্রথমে নয় পরে ধরবে।
জটিলতাঃ
১। জনতা এবং বি,এন,পি এই ফাদে পা দিবে না।
২। জামায়াত আরেকবার ভুল করবে না।
৩। গন অভ্যুত্থান হতে পারে।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন