টেলিফোন সংলাপঃ কিছু প্রশ্ন ?? ========================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৯ অক্টোবর, ২০১৩, ১২:১৩:১৫ দুপুর

হটাৎ করেই একাত্তর টিভিতে টেলিফোন সংলাপ দেখছিলাম

সংলাপ শেষে কিছু বিষয় চিন্তায় আসল

সংলাপ প্রতিপাদ্যঃ

১। শেখ হাসিনা তার অধীনে পরিকল্পিত নির্বাচন থেকে সরবেন না

২। বেগম জিয়া সেটল ইস্যু তত্বাবধায়ক নিয়ে অনড়

৩। শেখ হাসিনার প্রধান লক্ষ্য হরতাল বন্ধ করা, মুলত গন আন্দোলনকে বন্ধ করে দেয়া। বেগম জিয়া এই চাল আগেই জানতেন বলে রাজি না। শেষে শুধু বলেছেন ওকে তত্বাবধায়ক মেনে নিন তাহলে হরতাল বন্ধ হবে। তার পরে আর আলোচনা আগাইনি। তার মানে মূল হাসিনার লক্ষ্য গন আন্দোলন বন্ধ করা।

৪। শেখ হাসিনা ধীর স্থির ভাবে অতীতের বহু চর্বিত ফালতু বিষয় নিয়ে কথা বলছিলেন যাতে ম্যাডাম রেগে যান, তার মানে এটা প্রকাশ করা হবে আগেরই পরিকল্পনা। ম্যাডাম কখনো যুক্তি হারান নি।

৫। শেখ হাসিনা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছিলেন এবং অতীত নিয়ে, ম্যাডাম জিয়া দেশের বিষয় নিয়ে এবং ভবিষ্যত নিয়ে

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ

১। ওয়াটারগেট কেলেঙ্কারীর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট নিক্সন কে পদত্যাগ করতে হয় তবে, শেখ হাসিনার পরিকল্পিত টেলিফোন সংলাপ ফাসের জন্য কি করা উচিৎ ???

২। তথ্যমন্ত্রী ইনু তার রাজনৈতিক ব্যবসা শেষ হবার রিস্ক নিয়ে এটা কেন করলেন??

৩। একাত্তর টিভি যানে যে সে অন্যায় করছে এর জন্য তার লাইসেন্স বন্ধ এবং জেল হতে পারে তাহলে??? নাকি বাবু জানে যে সে এমনিতেই যাবে, তার সাথে মেঘনা গ্রুপকে জড়ালো??? মেঘনাকেও বাটে ফেলল নাতো???

৪। প্রধানমন্ত্রী , তথ্যমন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, তথ্য উপদেষ্টা, একাত্তর টিভি এত বড় রাজনৈতিক রিস্ক কেন নিল???

৫। মুক্তিযোদ্ধাদের ভুল তথ্য দিয়ে উস্কানি দেবার জন্য উপদেষ্টা এইচ, টি, ইমামের কি হবে???

উত্তরঃ

আ,লীগের জন্য আরেকটা বুমেরাং,

জনতার পালস বুঝুন শেখ হাসিনা

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File