স্মৃতি
লিখেছেন লিখেছেন শাহাদাত্ ২৪ জুলাই, ২০১৩, ০৬:৩১:৫৯ সকাল
ভালোবাসার মানুষের সঙ্গে
বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল।
বিয়ে হলে মানুষটা থাকে
ভালোবাসা থাকে না।
আর
যদি বিয়ে না হয়
তাহলে
হয়তবা ভালোবাসাটা থাকে,
শুধু মানুষটাই থাকে না।
মানুষ এবং ভালোবাসা
এই দুযের মধ্যে
ভালোবাসাই হয়ত বেশি প্রিয়।
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন