যারা প্রকৃত শহীদ নয় তবে রাসূল (সঃ) তাদেরকে আখিরাতের জীবনে শহীদের মর্যাদা লাভে সৌভাগ্যশীল বলে সুসংবাদ প্রদান করেছেন
লিখেছেন লিখেছেন পূস্পিতা ২৪ জুলাই, ২০১৩, ০৬:৩২:৫৩ সন্ধ্যা
তাদের বর্ণনা নিম্নরূপ :
১. যাকে নিরপরাধে হত্যা করা হয়, তবে প্রকৃত শহীদের শর্ত তার মধ্যে পাওয়া যায় না। -যেমন, মাতাল, পাগল, নাবালেগ, হায়েয-নেফাস অবস্থা ইত্যাদি।
২. যে কোন কাফির, ডাকাত এবং রাষ্ট্রদ্রোহীর উপর আক্রমণ চালায় কিন্তু ভুলবশথ: আক্রমণ নিজের উপর পতিত হয়ে মৃত্যুবরণ করে।
৩. ইসলামী রাষ্ট্রে সীমান্ত প্রহরীর স্বাভাবিক মৃত্যু।
৪. খাটি নিয়তে শাহাদাত কামনা এবং প্রার্থনা করে স্বাভাবিকত মৃত্যুবরণ করা।
৫. যে নিজেকে এবং নিজের পরিবারকে জালিমের হাত থেকে রক্ষার প্রয়াসে জালিমের হাতে মৃত্যুবরণ করে।
৬. রাষ্ট্রের বন্দিখানায় মজলুম অবস্থায় মৃত্যুবরণ করা।
৭. স্বীয় অর্থ-সম্পদ সংরক্ষণের জন্য প্রচেষ্টার সময় জালিমের হাতে মৃত্যুবরণ করা।
৮. জালিমের জুলুম থেকে মুক্তির জন্য আত্মগোপন অবস্থায় মৃত্যুবরণ।
৯. কলেরায় মৃত্যুবরণ।
১০. যে কলেরার কারণে এলাকা থেকে সরে না গিয়ে ধৈর্য সহ্য এবং সওয়াবের নিয়তে এলাকার অবস্থান করে স্বাভাবিক মৃত্যুবরণ করে।
১১. পেটের রোগে মৃত্যুবরণ করা।
১২. নিমুনিয়া, ডায়রিয়ার মৃত্যু।
১৩. মৃগী রোগে মৃত্যু।
১৪. আরোহণ থেকে ধরাশয়ী হয়ে মৃত্যু।
১৫. জ্বরে মৃত্যু।
১৬. সমুদ্রে বমি করে মৃত্যু।
১৭. যে রোগী চল্লিশবার
لااله الا انت سبحانك انى كنت من الظالمين
"লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জোয়ালিমীন"
এই দোয়া পড়ে এবং সেই রোগে মৃত্যুবরণ করে।
১৮. অপরের বদ নজরের কারণে মৃত্যু।
১৯. বিষাক্ত জন্তুর ছোঁবলে বিষক্রিয়ায় মৃত্যু।
২০. জানোয়ারের আক্রমণে মৃত্যু।
২১. আগুনে পুড়ে মৃত্যু।
২২. দেয়ালে চাপা পড়ে মৃত্যু।
২৩. গর্ভাবস্থায় মৃত্যু নেফাস অবস্থায় মৃত্যু।
২৪. অবিবাহিতাবস্থায় মৃত্যু।
২৫. বিদেশে অবস্থানকালে মৃত্যু।
২৬. ছাত্র অবস্থায় মৃত্যু।
২৭. শিক্ষক অবস্থায় মৃত্যু।
২৮. ধর্মীয় গবেষণা এবং রচনাকারীর মৃত্যু।
২৯. সওয়াবের নিয়তে মুয়াজ্জেনী অুবস্থায় মৃত্যু।
৩০. পরিবার-পরিজন, সন্তান-সন্তুতি, শরীয়তসম্মত অধিকার আদায় কারীর মৃত্যু।
৩১. সত্যবাদী-আমানতদার ব্যবসায়ীর মৃত্যু।
৩২. সদাচারণকারীর মৃত্যু, যে অসাদাচরণকারীর সাথেও সদাচারণ করে।
৩৩. ফিৎনার যুগে সুন্নতের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যু।
৩৪. অযু অবস্থায় শোয়ার পর মৃত্যু।
৩৫. জুমাবারে মৃত্যু।
৩৬. যে দৈনিক এই দোয়া পঁচিশবার পড়ে এবং মৃত্যুবরণ করে-
اللهم بارك لى فى الموت وفيما بعد الموت
"আল্লাহুম্মা বারিকলী ফিল মাওতি ওয়া ফীমা বা'দাল মাওতি।"
হে আল্লাহ! মৃত্যু এবং মৃত্যুর পর আমাদের বরকত দানে সৌভাগ্যশীল করুন।
৩৮. যে ব্যক্তি ইশরাক, চাশতের নামায পাবন্দীর সাথে আদায় করে মৃত্যুবরণ করে এবং সফরে- হজের বিতরের নামায পাবন্দী করে মৃত্যুবরণ করে এবং প্রতি মাসে তিনটি রোযা পালন করে মৃত্যুবরণ করে।
৩৯. দৈনিক পাবন্দীর সাথে সূরা ইয়াসীন পাঠ করে মৃত্যুবরণ করে।
৪০. যে দৈনিক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি একশ বার দরূদ পাঠ করে মৃত্যুবরণ করে।
৪১. মুখলিস, পাক পবিত্র সচ্চরিত্রের অধিকারী প্রেমিক, প্রেম ও ভালবাসা গোপন রেখে ছবর করত: মৃত্যুবরণ করে।
৪২. স্বামীর একাধিক স্ত্রীর কারণে কোন স্ত্রীর কষ্ট ও জ্বালাতন সহ্য করে মৃত্যুবরণ করে।
দুনিয়ার জীবনে তারা শহীদ নয়, তাই তাদের গোসল দিয়ে অন্যান্যদের মত দাফন-কাফন করতে হয়।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন