বস পাগলে কি বলে
লিখেছেন লিখেছেন আহত গাংচিল ০১ আগস্ট, ২০১৩, ০৯:৫৯:৩৬ রাত
রংপুরের মানুষ মুসলমান, তাই ধর্ষক দলের শেখের-নাতিকে কেউ ভোট দিবেন না,
জাতীয় সংসদে মতিয়া চৌধুরী =““ রংপুরের মেয়েরা ক্ষুধার জ্বালায় ভাতের দাবিতে সরকারি দফতরে রেজিস্ট্রারের মাধ্যমে পতিতাবৃত্তিতে নেমেছিল ””
সত্যিই যদি বংপুরের মানুষ শেখের-নাতিকে ভোট দেয় তবে বুঝবো তারা পতিতার বংশ
শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর ইচ্ছের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি করলেন সাবেক সিপিবি নেত্রী বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া ,তিনি আল্লামা আহমদ শফীর কথিত ভিডিও ফুটেজের বক্তব্য নিয়ে বিষোদগার করতে গিয়ে দেশের প্রধান মন্ত্রীর মানহানি করেফেলেছেন কারন প্রধানমন্ত্রী রংপুরের বউ , এখানে শুধু প্রধানমন্ত্রী নয় রংপুরের প্রত্যেক মহিলার মানহানি করেছেন .মতিয়া বলেছে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে রংপুরের মেয়েরা ক্ষুধার জ্বালায় ভাতের দাবিতে সরকারি দফতরে রেজিস্ট্রারের মাধ্যমে পতিতাবৃত্তিতে নেমেছিল। তখন শফি আহমদ কোথায় ছিলেন? তিনি তাদের উদ্ধারে এগিয়ে আসেননি কেন ?
এবার প্রশ্ন হলো মতিয়া কেন শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর সপ্ন পূরণ না হওয়ায় কি এবার তার মেয়ে দেশের বর্তমান প্রধান মন্ত্রী হাসিনার সম্মানহানি করতে চাচ্ছেন ?
বিষয়: বিবিধ
১৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন