ত্রয়ী গীতিকবিতা ।। শফিকুল ইসলাম

লিখেছেন লিখেছেন এম এস ইসলাম ১০ মে, ২০১৪, ০৬:২৭:২৬ সন্ধ্যা



গীতিকবিতা-(০১)

সেদিনের সেই তুমি কত বদলে গেছ

আমার পৃথিবী আজও তেমনি আছে,

যেমন দেখেছ॥

কোথায় সেই সুর, সেই গান

প্রাণে প্রাণে এত মান অভিমান,

মনে হয় যেন তুমি আজ

সবই ভুলে গেছ॥

সেইসব দিন আজও আমায়

আকুল করে ডাকে,

যেতে যেতে পথে এখনও

আমি দাড়াই থমকে॥

আজ ও আমি যে গানে গানে

স্মরণ করি দিনগুলি মনে মনে,

জানিনা তুমি আজ

কোন পথে চলেছ॥

গীতিকবিতা-(০২)

ভুলে আছি ভাল আছি,

সেদিনের কথা আর তুলো না,

দূরে আছি, বেশ আছি

আমায় কাছে ডেকনা॥

রাতের স্বপ্ন প্রভাতে জাগরণে

তুমি আর জাগায়ো না মিছে স্মরণে,

নতুন করে আমি আর

দুঃখ পেতে চাইনা॥

স্বপন দেখতে ভাল লাগেনা এখন

স্বপন দেখলে বাড়ে জ্বালা অকারণ,

মিলনের সুখ তো আমার

কখনো প্রাণে সয়না॥

গীতিকবিতা-(০৩)

একদিন জানবে

হঠাৎ চলে গেছি পৃথিবী ছেড়ে,

বুকভরা অভিমান নিয়ে

এই বুকের ভেতরে॥

কতটা দুঃখ হতাশা নিয়ে

জীবনটা দিয়েছি আমি কাটিয়ে,

কেউ না জানুক

তুমি তো জানো ভালো করে॥

তুমি তো জানো কার কারণে

এতটা অসুখী আমি এই জীবনে,

কতটা কষ্টে

জীবন দিয়েছি পার করে॥

visit: http://www.prothom-aloblog.com/blog/sfk808

বিষয়: সাহিত্য

১১৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219971
১০ মে ২০১৪ রাত ০৯:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
219994
১০ মে ২০১৪ রাত ১০:২৭
চিরবিদ্রোহী লিখেছেন : নিশ্চয়ই ছবির মেয়েটির সাথে পোস্টের কোন সম্পর্ক নেই, তাই পোস্টে কোন মেয়ের ছবি না দিলে কি ভালো হতো না?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File