'বেদের মেয়ে জোৎস্না ও বাংলাদেশের কতিপয় চোর রাজনীতিবিদ.....!!!
লিখেছেন লিখেছেন চিন্তিত মন ২৫ জুলাই, ২০১৩, ১০:০৯:৪৭ রাত
‘আমি যখন রাধতে বসি বন্ধু বাজায় বাঁশি
রান্ধাবাড়া থুইয়্যা আমি কেমন করে আসি।‘
গানটার কথা মনে আছে আপনাদের?’ভূবনখ্যাত’ বাংলা ছায়াছবি বেদের মেয়ে জোৎস্নার গান?
গানে গানে নায়িকাকে কাছে ডাকছে নায়ক, কিন্তূ প্রেমের টানে সাড়া দিতে নায়িকা বেরুতে পারছেনা ঘর সংসারের কারণে। নায়িকা তো পরের কথা, এমন টানে বাংলা সিনেমার গাই পর্য্যন্ত ষাড়ের কাছে ছুটে যেতে বাধ্য হয়। স্বভাবতই জোৎস্নাকে আটকে রাখা যায়নি!
পরোয়ানা এসে গেছেহাতে।প্রেমের দু’একটা কানাগলি পার হওয়া এখনও বাকি, সে পথ মাড়ানো শেষ হলেই বাবাজি আজরাইল বুকে জড়িয়ে ধরবেন প্রেমিকবর আবুল,হানিফ,নাসিম,বজলু , ফারুখ, মহিউদ্দিন ও শাহরিয়ার ও চোর আওয়ামী গং দের। প্রেমের রশি জড়িয়ে হেচকা টানে কাছে টেনে নেবেন, সাথে গেয়ে উঠবেনঃ
’তুমি জোৎস্না হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা’
বাবাজিদের সামনে কি ভেসে উঠবে নির্যাতিত মানুষের ভয়ার্ত চোখ? গর্ভবতী স্ত্রীর আর্তনাদ কি ইন্নালিল্লাহে অ-ইন্নালিলায়ে রাজেউন হয়ে তাড়া করবে?
অপেক্ষায় আছি আর একটা ১/১১ এর জন্য।
বিষয়: রাজনীতি
১৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন