প্রলম্বিত ভণ্ডামি ও স্বদেশি রাজনীতি..!!!
লিখেছেন লিখেছেন চিন্তিত মন ২২ জুলাই, ২০১৩, ০৩:৩৪:১২ রাত
কিছু একটা না লিখলে মন কিছুতে হাল্কা হচ্ছেনা। ভেতরের অজগর সাপটার গজরানো থামানো যাবেনা।ঘুম আসবেনা, রক্তের চাপ বাড়তে থাকবে। কি নিয়ে লিখব? কাকে দায়ী করবো? কার কাছে বিচার চাইব?প্রতিবাদী হতেনীরব দর্শকে উত্তরণ ঘটেছে আমাদের। তা না হলে ঘটনার মূল চরিত্র এই সব ইডিয়ট রাজনীতিবিদ দের কে কেউ না কেউখোলা তরবারির ধারালো আঘাতে ঘাড় হতে কল্লা নামিয়ে ফেলত এতদিনে। সে কল্লা দিয়ে কেউ না কেউ ফুটবল খেলতো, কেউ না কেউ কল্লা বিহীন শরীরের উপর পেচ্ছাব করতো ,টয়লেট বানাতো।
একদল প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলার রায় দিচ্ছে আর একদল হরতাল ডাকতেছে।আর ক্ষতি গ্রস্থ হচ্ছে আমার মতো যারা টাকি মাছের ভর্তা অক্সিজেন যুক্ত ডাল ভাতের বাঙ্গালী।
অনেক ভন্ডামি ইগনোর করা যায়, হিউম্যান এরোর হিসাবে মেনে নেয়া যায়। কিন্তু এ ধরণের ভন্ডামি কুত্তার গলায় ঘন্টা ঝুলিয়ে শহর বন্দরে ঢোল পেটালেও যথেষ্ট হবে বলে মনে হয়না।
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন