ধান্ধাবাজির সাহসী সৈনিক !!
লিখেছেন লিখেছেন চিন্তিত মন ২১ জুলাই, ২০১৩, ১০:৪৭:১৪ রাত
গোলাম মওলা রনি এবং ওবায়দুল কাদের নিশ্চয় সাহসী সৈনিক, তবে তা সময়ের নয়, ধান্ধাবাজির। ছাত্রলীগ নামক হিংস্র হায়েনাদের পৈশাচিক বর্বরতা, অসহায়ের মত হজম করেছে দলীয় পুলিশদের বিরামহীন হত্যা, গুম, খুন ও গ্রেফতার বানিজ্য। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তথা ক্ষমতাসীন দলের নেতা, উপনেতা, ছটাক নেতা, পাতি নেতাদের জন্য সিসিম ফাঁকমন্ত্রে খুলে দেয়া হয়েছে দেশের সবকটা ব্যাংক। শকুনি কর্তৃক মৃত পশু খাওয়ার মত চেটেপুটে খেয়েছে ব্যাংকের ভান্ডার। শেয়ার বাজার লুটেছে, মজিদ মিয়ার লাল সালুর কায়দায় কবর দিয়েছে পদ্মাসেতু, তুতসি-হুতুদের কায়দায় দিবা লোকে,শত বছরের পুরানো কলেজ হোষ্টেল পুড়িয়েছে অনেকটা রাজা-রানীদের শীত নিবারণের কায়দায়।
ভাই জানেরা নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ কি, নেংটি দিয়ে ভাল করে নাচলেই বোধহয় ভাল ফল পাওয়ার সম্ভাবনা বেশি।
আমলা নামের এ সব প্রফেশনাল বেশ্যা জ্ঞানের ভান্ডার আর শঠতার মায়াজালেদেশকে কোন গলিতে নিয়ে ধর্ষন করেন তার হিসাব নেয়ার মত যোগ্য রাজনীতিদের জন্ম হয়নি এ দেশে। এরা চাকরীবস্থায় খায়, খায় রিটায়ার্ড করার পর। অলিগলি আর হাটে মাঠে গালি খায় রাজনীতিবিদ নামের স্বশিক্ষিত আর কু শিক্ষিতের দল, আর মগডালে বসে মধু খায় আমলা নামের এসব শাইনিংপাথ গেরিলারা।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন