কিছু পুরনো জোকস

লিখেছেন লিখেছেন হিমেল সাহেব ২৬ জুলাই, ২০১৩, ০৭:১০:৪৯ সন্ধ্যা

১/

একবার স্বর্গের দেবতারা আর নরকের

শয়তানেরা মিলে ক্রিকেট খেলবে বলে ঠিক

করল। স্বর্গের দেবতারা খেলায় জিত

নিয়ে খুবই আত্মবিশ্বাসী, কারণ সব

ভালো ভালো ক্রিকেটাররা স্বর্গে তাদের

সঙ্গেই আছেন। কিন্তু শয়তানদের এই নিয়ে খুব

বেশি চিন্তিত দেখা গেল না। তাদের

নিশ্চিন্ত ভাবভঙ্গি দেখে এক দেবতা এক

শয়তানকে ডেকে বলল, কী ব্যাপার,

ভালো ভালো ব্যাটসম্যান তো সব আমাদের

এখানে, কিন্তু তোমাদেরকে বিশেষ চিন্তিত

মনে হচ্ছে না! শয়তান সঙ্গে সঙ্গে দাঁত বের

করে শয়তানি হাসি দিয়ে বলল, তোমাদের

যতই ব্যাটসম্যান থাকুক,

আম্পায়ারগুলো তো সব আমাদের এখানে!!!!

২/ এক পাগল গেছে ডাক্তারের কাছে।

যথারীতি তার সিরিয়াল

আসলে সে ডাক্তারের

চেম্বারে ঢুকে গেলো। এবার শুনুন তাদের

কথোপোকথন:

ডাক্তার: “তুমি কিভাবে পাগলহলে??”

পাগল: সে এক বিরাট ইতিহাস..আমি এক

বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম, তার

যুবতী মেয়েকে আবার

আমারবাবা বিয়ে করেছে। এভাবে আমার

বাবা আমার জামাই হল আবার আমার

মেয়ে হয়ে গেল আমার মা। ওই

ঘরে একটা মেয়ে হয়েছিল যে আমার বোন।

কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম,

এভাবে আমি তার নানা হয়ে গেলাম।

একইভাবে, আমার ছেলে তার দাদির ভাই

হয়ে গেলো আর আমি আমার ছেলের

ভাগ্নে হয়ে গেলাম। আর আমার ছেলে তার

দাদার শালা হয়ে গেলো আর...

ডাক্তার- চুপ! একদম চুপ!!

এখনকি আমাকে পাগল বানাবি নাকি...!

৩/ মিসেস মরজিনা একদিন এক “মডার্ন আর্ট”

গ্যালারীতে গেল। অনেক গুলো ছবি দেখার

পর সে একটি আর্টের

ডিলারকে জিজ্ঞাসা করলো,

মিসেস মরজিনাঃ আপনার এই ভয়ংকর

আর্টকে আপনি “মডার্ন আর্ট” মানেন?



আর্ট ডিলারঃ আফা, এইডা কোনো আর্ট না,

এইডা একডা আয়না!

৪/

মোটর সাইকেলে চড়ে দুই বন্ধু যাচ্ছে...

পেছনে বসে থাকা বন্ধু বললোঃ "দোস্ত একটু

আস্তে চালা , ভয় লাগছেতো..!!"

যে বন্ধু মোটরসাইকেল চালাইতেসে,

সে উত্তর দিলোঃ : আরে ব্যাটা , বেশী ভয়

লাগলে আমার মত চোখ বন্ধ কইরা রাখ...!!

বিষয়: বিবিধ

৯৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File