মহাবিশ্বের তুলনায় মানুষ কতটুকু মহাবিস্ময়!
লিখেছেন লিখেছেন মারুফ_রুসাফি ১২ নভেম্বর, ২০১৩, ০৯:৪৮:১৮ রাত
এই মহাবিশ্বের এবং মহাশূণ্যাকাশের বিশালতার তুলনায় মানুষ কতটুকু? মহাশূণ্যের তুলনায় মহাবিশ্ব কতটুকু জায়গা দখল করে আছে? মহাবিশ্বের তুলনায় দুনিয়ার চেয়ে ১৩ লক্ষ গুণ বড় সূর্যের কোন অস্তিত্বই নেই। সূর্যের তুলনায় ১৩ লক্ষ গুণ ছোট পৃথিবী কতটুকু? এই একেবারেই নাই-র মত পৃথিবীর মধ্যে আবার কয়টি মহাদেশ, একটি মহাদেশে আবার কয়েকটি ক্ষুদে দেশ, তার মধ্যে আবার চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, ভারত। আবার ভারতবর্ষেরই অতি ক্ষুদ্র একটা অংশ বাংলাদেশ। এই বাংলাদেশের একটি ক্ষুদ্র শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। এই শহরে একটি বাড়ি, তার মধ্যে একটি ক্ষুদ্র ঘর, তার মধ্যে একটা ক্ষুদ জীব মানুষ। এই মানুষের আরও ক্ষুদ্র একটা পিটটিটে মাথা, যে মাথাও আবার ভাবনায় চিন্তায় ইন্দ্রিয় চালনায় কতই না ক্ষয়প্রাপ্ত হয়েছে। সেই মাথার এক কোণে একটুখানি মগজ, সেই মগজের এক অন্ধকার কোণে চিন্তাশক্তির সূক্ষ্মতম একটি কেন্দ্র, যার অস্তিত্ব সম্বন্ধে কোন অনুমানই করা যায় না এবং দেহতত্ত্ব বিজ্ঞানীরা বলেছেন, " এই চিন্তাশক্তি কোত্থেকে যে আসে আমরা তা বলতে পারি না।" সেই অতি ক্ষুদে চিন্তাশক্তি প্রাণপণ বেগে খাটিয়ে, মানুষ যুক্তি করে মহাসৃষ্টির মহাস্রষ্টার বিপক্ষে যুক্তি খাটিয়ে, রায় দিয়ে বলে, স্রষ্টা বলতে কিছুই নেই টেই। কত উদ্ভট বল্গাহারা বিবেচনাহীন মন্তব্য এই কুটিল মানুষের!!!
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন