তবু ও তুমি শান্ত থাকো মা

লিখেছেন লিখেছেন নুরুজ্জামান ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৩:১২:৪৬ দুপুর

তবু ও তুমি শান্ত থাকো মা

পাজরের অস্থিগুলো মড়মড় করে ওঠে

রক্তপ্রবাহে সিক্ত হয় সমস্ত শরীর

হাত পায়ের শক্তিগুলো থেমে যায়

হুমড়ি গুমড়ি খেয়ে লুঠিয়ে পড়ি পথে।

তবু ও তুমি শান্ত থাকো মা

ঘুমের মধ্যে ও ভয়

মুক্ত,নীরব মাঠ গুলো ও স্বাধিন নয়

জিম্মি জীবন আজ সর্বদায়।

তবু ও তুমি শান্ত থাকো মা

ফেরার আশায় মিছিলে যাই না

জল্লাদের হাত বড়ই নির্মম

মুহুর্মোহু গুলির উড়াউড়ি দিক বিদিক।

তবু ও তুমি শান্ত থাকো মা

রক্তের খরস্রোতা নদীতে আমি ও এক সাতারু

বুকের জমাকৃত রক্তের শেষ বিন্দুটি খসে গিয়ে

আমি ও হতে পারি শুকনো পাতার মত ভাসন্ত।

তবু ও তুমি শান্ত থাকো মা

বাড়ি ফেরার আশাটুকু বুকে বাঁধিনা

তোমার মায়াময় মুখকমল আর দেখা হবে কিনা জানিনা

সব চোঁখ ফাঁকি দিয়ে হয়ে যেতে পারি নিরুদ্দেশ অজানায়।

তবু ও তুমি শান্ত থাকো মা!

কেঁদো না মা!

দোহাই তোমার।

বিষয়: সাহিত্য

১১৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291762
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো তবে কষ্টও পেলাম বহুত। আপনি কি প্রবাসে থাকেন? সেরকমটাই মনে হলো আমার কাছে। বাবা মা থেকে বহুদুরে থাকা এক ছেলের করুণ আর্তিগুলো যে ফেটে পড়ছে ধরণীর বুকে। Sad Sad
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৮
235612
নুরুজ্জামান লিখেছেন : প্রবাসে নয় দেশের ভিতরেই মায়ের থেকে দূরে থাকতে হয়।
291989
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
মাহফুজ আহমেদ লিখেছেন : অনেক ভালো লাগলো।ধন্যবাদ
292033
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
নুরুজ্জামান লিখেছেন : আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File